Contact for queries :

চর্চা হবে অনলাইনে, যখন খুশি তখন

চর্চা হবে অনলাইনে, যখন খুশি তখন

চর্চা হবে অনলাইনে, যখন খুশি তখন

আন্তর্জাতিক সংস্থা বিষয়ক

আন্তর্জাতিক সংস্থা বিষয়ক :

জাতিসংঘের পূর্বে ’লীগ অব নেশনস’ এর জন্ম কোন সালে?উঃ ১৯২০ সালে।
‘লীগ অব নেশনস’ এর বিলুপ্তি হয় কোন সালে?উঃ ১৯৩৯ সালে।
জাতিসংঘ গঠনের প্রস্তাব প্রথম কে করেন?উঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ফ্রাংকলিন রুজভেল্ট।
জাতিসংঘ (United Nation) নাম করণ কে করেন?উঃ ফ্রাংকলিন রুজভেল্ট, জানুয়ারী, ১৯৪২।
জাতিসংঘ গঠনের জন্য আটলান্টিক চার্টার কবে গৃহীত হয়?উঃ ১৯৪১ সালে।
জাতিসংঘ গঠনের লক্ষ্যে প্রথম কোথায় সম্মেলন হয়?উঃ তেহরানে, ১৯৪৩ সালে।
জাতিসংঘ সনদ প্রনয়ণ করা হয় কোন সালে?উঃ ১৯৪৪ সালে।
জাতিসংঘ সনদের লেখক কে?উঃ Archibald Macleish
জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হয়?উঃ ২৪ অক্টোবর, ১৯৪৫।
জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত?উঃ কোস্টারিকার রাজধানী সানজোসে, ১৯৮০।
জাতিসংঘের সনদ কবে প্রথম স্বাক্ষরিত হয়?উঃ ২৬ জুন, ১৯৪৫ (৫০ টি দেশ)
জাতিসংঘ সনদ কোথায় স্বাক্ষরিত হয়?উঃ যুক্তরাষ্ট্রের সানফ্রানসিস্কোতে।
কোন দেশ সনদে স্বাক্ষর না করে প্রাথমিক ৫১টি সদস্য রাষ্ট্রের অর্ন্তভূক্ত হয়?উঃ পোল্যান্ড | আন্তর্জাতিক সংস্থা
জাতিসংঘের সদস্য নয় কোন কোন দেশ?উঃ তাইওয়ান, ভ্যাটিকান ও ফিলিস্তিনী।
জাতিসংঘের স্থায়ী সদস্য কয়টি ও কি কি?উঃ ৫টি, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স, চীন, যুক্তরাজ্য।
কোন দেশ পূর্বে জাতিসংঘের সদস্য ছিল কিন্তু বর্তমানে নেই?উঃ তাইওয়ান।
বর্নবাদী নীতির কারণে কোন দেশকে জাতিসংঘ থেকে বহিস্কার করা হয়েছিল?উঃ দক্ষিণ আফ্রিকা।
কবে আবার দক্ষিণ আফ্রিকাকে জাতিসংঘের সদস্যপদ ফিরিয়ে দেয়া হয়?উঃ ১৯৯১ সালে।
তাইওয়ান কার কাছে জাতিসংঘের সদস্য পদ হারায়?উঃ চীন।
তাইওয়ান কবে জাতিসংঘের সদস্য পদ হারায়?উঃ ১৯৭১ সালে।
জাতিসংঘের অফিসিয়াল ভাষা কতটি?উঃ ৬টি, চীনা, ইংরেজি, ফরাসি, রুশ, স্প্যানিশ ও আরবি।
জাতিসংঘের কার্যকরী ভাষা কতটি?উঃ ২ টি, ইংরেজি ও ফরাসি।
জাতিসংঘের মহাসচিবের কার্যকাল কত বছর?উঃ ৫ বছর | আন্তর্জাতিক সংস্থা
জাতিসংঘের বর্তমান মহাসচিব কে?উঃ বান কি মুন (দক্ষিণ কোরিয়া)
জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন?উঃ ট্রিগভেলী (নরওয়ে)।
জাতিসংঘের প্রথম নন ইউরোপিয়ন মহাসচিব কে ছিলেন?উঃ উ থান্ট (মায়ানমার)।
জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় মারা যান?উঃ দ্যাগ হেমারশোল্ড (১৯৬১ সালে।)
জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক দেশ কয়টি?উঃ দুইটি, ভ্যাটিকান ও ফিলিস্তিনী
এসকাপ এর প্রধান কার্যালয় কোথায়?উঃ ব্যাংকক।
জাতিসংঘের ইউরোপীয় সদর দপ্তর কোথায় অবস্থিত?উঃ জেনেভায়।
যুক্তরাষ্ট্র ইউনোস্ক ত্যাগ কবে করে?উঃ ১৯৮৫ সালে।
জাতিসংঘের সর্বশেষ সদস্য দেশ কোনটি?উঃ মন্টিনেগ্রো (২৮/০৬/২০০৬)।
আয়তনও জনসংখ্যায় পৃথিবীর ক্ষুদ্রতম রাষ্ট্র কোনটি?উঃ ভ্যাটিকান সিটি, ০.৪৪ বর্গ কি. মি., ৮০০ জন।
আয়তনে জাতিসংঘের ক্ষুদ্রতম সদস্য রাষ্ট্র কোনটি?উঃ মেনাকো, ১.৯৫ বর্গ কি মি
জাতিসংঘের কাছে সবচেয়ে বড় ঋনগ্রস্থ দেশ কোনটি?উঃ যুক্তরাষ্ট্র।
নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা কতটি?উঃ ১৫ টি, (৫ টি স্থায়ী এবং ১০ অস্থায়ী।)
নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয় কত বছরের জন্য?উঃ ২ বছর।
সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হন?উঃ ১ বছরের জন্য।
আর্ন্তজাতিক আদালতের সদর দপ্তর কোথায় অবস্থিত?উঃ হেগ, নেদারল্যান্ড।
আর্ন্তজাতিক আদালতের বিচারক কতজন?উঃ ১৫ জন।
আর্ন্তজাতিক আদালতের বিচারক নির্বাচিত হন কত বছরের জন্য?উঃ ৯ বছর | আন্তর্জাতিক সংস্থা
আর্ন্তজাতিক আদালতের প্রথম মহিলা বিচারপতি কে?উঃ রোজানিল হিগিন্স (বৃটেন)।
বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে?উঃ ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪।
বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?উঃ ১৩৬ তম।
বাংলাদেশ জাতিসংঘের কততম অধিবেশনে সদস্যপদ লাভ করে?উঃ ২৯ তম।
বঙ্গবন্ধু জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলায় ভাষণ প্রদান করেন?উঃ ২৫ সেপ্টেম্বর, ১৯৭৪ (২৯ তম অধিবেশনে)
বাংলাদেশ জাতিসংঘের সাধারণ পরিষদে সভাপতিত্ব করে কবে?উঃ ১৯৮৬ সালে (৪১ তম অধিবেশনে)।
বাংলাদেশের পক্ষে কে সাধারণ পরিষদে সভাপতিত্ব করেন?উঃ হুমায়ুন রশীদ চৌধুরী।
জাতিসংঘের প্রথম ন্যায়পাল কে?উঃ জ্যামাইকার রাষ্ট্রদূত প্যাট্রিসিয়া ডুরাই।
কবে থেকে জাতিসংঘের সদর দপ্তরে ধুমপান নিষেধাজ্ঞা কার্যকর হয়?উঃ ১ সেপ্টেম্বর, ২০০৩।
আর্ন্তজাতিক অপরাধ আদালতের সদস্য সংখ্যা কত?উঃ ১০৫।
তিমুর লেসেথে কবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে?উঃ ২৮ জুন, ২০০৬।
কোন আর্ন্তজাতিক সংস্থার লিখিত সংবিধান নাই?উঃ কমনওয়েলথ।
কমনওয়েলথের সচিবালয় কোথায় অবস্থিত?উঃ লন্ডন (মার্লবরো হাউজ)।
আরবলীগের প্রতিষ্ঠাকালীন সদস্য রাষ্ট্র কতটি?উঃ ৭ টি। (ইরাক, সিরিয়া, মিশর, লেবানন,
জর্ডান, ইয়েসেন ও সৌদি আরব।)ন্যটোর একমাত্র মুসলিম দেশ কোনটি?উঃ তুরস্ক।
সার্কের প্রথম মহাসচিব কে ছিলেন?উঃ বাংলাদেশের আবুল আহসান।
ইইউ পূর্বে কি নামে ছিল?উঃ ইইসি।
কোন দেশে এখনো সার্ক সম্মেলন হয়নি?উঃ ভুটান।
ইউরোপীয় পার্লামেন্টের আসন সংখ্যা কত?উঃ ৭৮৫ টি।
ইউরোপীয় ইউনিয়নের বর্তমান সদস্য সংখ্যা কত?উঃ ২৭ টি।
আফ্রিকান ইউনিয়ন সংস্থা কবে স্থাপিত হয়?উঃ ১৯৬৩ সালে।
আফ্রিকান ইউনিয়ন সংস্থা বর্তমান সদস্য সংখ্যা কত?উঃ ৫৩ টি | আন্তর্জাতিক সংস্থা
ওয়ারশ জোট কার পাল্টা ব্যবস্থা হিসেবে তৈরী হয়েছিল?উঃ ন্যাটো।
রেড ক্রসের প্রতিষ্ঠাতা কে?উঃ হেনরী ডুনান্ট (১৯৬৩ সালে।)

আরো পড়ুন:

April 14, 2020

0 responses on "আন্তর্জাতিক সংস্থা বিষয়ক"

Leave a Message

Your email address will not be published. Required fields are marked *

amarstudy.com_logo

কেন amarStudy.com?

amarStudy.com এমন একটি ওয়েবসাইট যেখানে আপনি বিভিন্ন বিষয়ের উপরে অসংখ্যা MCQ পাবেন এবং মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে পারবেন। শুধু মডেল টেস্ট নয়, এখানে আপনি প্রতি মাসের সাম্প্রতিক ঘটনাবলি, বিভিন্ন শিক্ষামূলক ব্লগ এবং ইবুক পড়তে পারবেন। আমাদের সবথেকে বড় সুবিধা হলো এখানে আপনি পড়তে পারবেন, পড়া শেষ করে মডেল টেস্ট দিতে পারবেন এবং মডেল টেস্টের ফলাফল পেয়ে যাবেন সাথে সাথেই।

Who’s Online

There are no users currently online

Categories

top
error: Content is protected !!