কিয়োটো প্রটোকল | বৈশ্বিক উষ্ণতা রোধকল্পে জাতিসংঘের উদ্যোগে স্বাক্ষরিত একটি চুক্তি।
১৯৯৭ সালে জাপানের কিয়োটো নগরীতে UNFCCC সমর্থনকারী দেশসমূহ এই প্রটোকল গ্রহণে সম্মত হয়।
এই চুক্তি অনুযায়ী উন্নত দেশসমূহ ২০১২ সালের মধ্যে গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ ৫.২% পর্যন্ত হ্রাস করার কথা ছিল। কিন্তু কাংখিত লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ায় COP-18 সম্মেলনে এর মেয়াদ আরো ৮ বছর বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়।
- জাপানের প্রাচীন রাজধানী কিয়েটোতে বিশ্বের উষ্ণতা রোধ বিষয়ে এই প্রটোকল স্বাক্ষরিত হয়।
- স্বাক্ষরিত হয় = ১৯৯৭, ১১ ডিসেম্বর
- কার্যকর হয় = ২০০৫, ১৬ ফেব্রুয়ারি
- বাংলাদেশ স্বাক্ষর করে = ২০০১, ২২ অক্টোবর
- বাংলাদেশ কার্যকর করে = ২০০৫, ১৬ ডিসেম্বর
- প্রটোকলটির মেয়াদ শেষ হবে = ২০২০ সালে
- অনুমোদনকারী মোট দেশ = ১৯২
- স্বাক্ষর করেছে কিন্তু অনুমোদন (ratify) করেনি = আমেরিকা
- কিয়োটো প্রত্যাহার কারী একমাত্র দেশ = কানাডা | কিয়োটো প্রটোকল
আরো পড়ুন:
- প্রিলিমিনারি টেস্ট-১৫
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)
- প্রিলিমিনারি টেস্ট-১৪
- সংবিধান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
- চর্যাপদ সম্পর্কে ২০টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
Share with your friends :
0 responses on "কিয়োটো প্রটোকল"