কিয়োটো প্রটোকল

কিয়োটো প্রটোকল | বৈশ্বিক উষ্ণতা রোধকল্পে জাতিসংঘের উদ্যোগে স্বাক্ষরিত একটি চুক্তি।
১৯৯৭ সালে জাপানের কিয়োটো নগরীতে UNFCCC সমর্থনকারী দেশসমূহ এই প্রটোকল গ্রহণে সম্মত হয়।

এই চুক্তি অনুযায়ী উন্নত দেশসমূহ ২০১২ সালের মধ্যে গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ ৫.২% পর্যন্ত হ্রাস করার কথা ছিল। কিন্তু কাংখিত লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ায় COP-18 সম্মেলনে এর মেয়াদ আরো ৮ বছর বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়।

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।
  • জাপানের প্রাচীন রাজধানী কিয়েটোতে বিশ্বের উষ্ণতা রোধ বিষয়ে এই প্রটোকল স্বাক্ষরিত হয়।
  • স্বাক্ষরিত হয় = ১৯৯৭, ১১ ডিসেম্বর
  • কার্যকর হয় = ২০০৫, ১৬ ফেব্রুয়ারি
  • বাংলাদেশ স্বাক্ষর করে = ২০০১, ২২ অক্টোবর
  • বাংলাদেশ কার্যকর করে = ২০০৫, ১৬ ডিসেম্বর
  • প্রটোকলটির মেয়াদ শেষ হবে = ২০২০ সালে
  • অনুমোদনকারী মোট দেশ = ১৯২
  • স্বাক্ষর করেছে কিন্তু অনুমোদন (ratify) করেনি = আমেরিকা
  • কিয়োটো প্রত্যাহার কারী একমাত্র দেশ = কানাডা | কিয়োটো প্রটোকল

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published.

You're currently offline !!

error: Content is protected !!