জীব বিজ্ঞান-২০

সাধারণ বিজ্ঞান, জীববিজ্ঞান, সংবেদী অঙ্গ:

প্রশ্নঃ কে জিহ্বার সাহায্যে শোনে-
ক. টিকটিকি
খ. গিনিপিগ
গ. ব্যাঙ
ঘ. সাপ
উত্তরঃ ঘ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ মানব দেহের সর্ববৃহৎ অঙ্গ-
ক. যকৃৎ
খ. স্নায়ু
গ. ত্বক
ঘ. কিডনী
উত্তরঃ গ

প্রশ্নঃ চোখের কোন অঙ্গ আলোক শক্তিকে তড়িৎ শক্তিতে পরিণত করে?
ক. অ্যাকুয়াস হিউমার
খ. পিউপিল
গ. কর্ণিয়া
ঘ. রেটিনা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ শ্রবণ ছাড়া কানের অন্যতম কাজ হল-
ক. দেহ সতেজ রাখা
খ. দেহের ভারসাম্য রক্ষা করা
গ. দেহের কার্যক্ষমতা বাড়ানো
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ

প্রশ্নঃ রাতের বেলা বিড়াল ও কাকুরের চোখ জ্বলজ্বল করে, কারণ কুকুর ও বিড়ালের চোখে-
ক. রডস্ বেশি চোখে
খ. কোনস্ বেশি থাকে
গ. রেটিনা প্রশস্ত
ঘ. টেপেটাম নামক রঞ্জক কোষ থাকে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন প্রাণী গায়ের রঙ পরিবর্তন করে আত্মক্ষা করতে পারে?
ক. সাপ
খ. সজারু
গ. গিরগিটি
ঘ. গিনিপিগ
উত্তরঃ গ

প্রশ্নঃ আল্ট্রাভায়োলেট রশ্নী কোন রোগ সৃষ্টি করে?
ক. ব্লাড ক্যান্সার
খ. চর্ম ক্যান্সার
গ. ব্রেন ক্যান্সার
ঘ. এইডস
উত্তরঃ খ

প্রশ্নঃ কানে শব্দ তরঙ্গ প্রবেশ করলে প্রথম যে অংশটি কেঁপে উঠে তা হলো-
ক. শ্রতিহাড়
খ. ককলিয়া
গ. কানপর্দা
ঘ. ডিম্বাকৃতি ফুটো
উত্তরঃ গ

প্রশ্নঃ মানুষের গায়ের রঙ কোন উপাদানের উপর নির্ভর করে?
ক. ক্যারোটিন
খ. হিমোগ্লোবিন
গ. মেলানিন
ঘ. থায়ামিন
উত্তরঃ গ

প্রশ্নঃ পেঁচা দিনে দেখতে পায়না কিন্তু রাতে দেখতে পায় কারণ পেঁচার চোখের রেটিনাতে–
ক. কোনস এর সংখ্যা বেশি কিন্তু রডস এর সংখ্যা কম
খ. রডস এর সংখ্যা বেশি কিন্তু কোনস এর সংখ্যা কম
গ. কোনস এর সংখ্যা বেশি
ঘ. রডস এর সংখ্যা বেশি
উত্তরঃ খ

প্রশ্নঃ পঞ্চ ইন্দ্রিয়ের একটি হলো-
ক. দাঁত
খ. জিহ্বা
গ. মগজ
ঘ. নখ
উত্তরঃ খ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published.

You're currently offline !!

error: Content is protected !!