Contact for queries :

চর্চা হবে অনলাইনে, যখন খুশি তখন

চর্চা হবে অনলাইনে, যখন খুশি তখন

চর্চা হবে অনলাইনে, যখন খুশি তখন

পাটিগণিত-০২

প্রশ্নঃ এক কেজি দুধে ২০০ গ্রাম পানি মিশ্রিত করলে মিশ্রিত দুধে পানির পরিমাণ হবে–
ক. ১/৫ অংশ
খ. ১/৬ অংশ
গ. ১/৮ অংশ
ঘ. ১/১০ অংশ
উত্তরঃ খ

প্রশ্নঃ তিন বন্ধু একত্রে সমান আহার করল। প্রথম ও দ্বিতীয় বন্ধুর কাছে যথাক্রমে ১২টি ও ৮টি রুটি ছিল। তৃতীয় ব্যক্তি রুটির পরিবর্তে ৩ টাকা দিল। প্রথম ও দ্বিতীয় বন্ধু রুটি বাবদ পাবে-
ক. ১.৫ টাকা, ২.৫০ টাকা
খ. ২.০০ টাকা, ১.০০ টাকা
গ. ০.৬০ টাকা, ২.৬০ টাকা
ঘ. ২.৪০ টাকা, ০.৬০ টাকা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ৭২ কেজি ওজন বিশিষ্ট একটি মিশ্রণ A এর ১৭ ভাগ, B এর ৩ ভাগ, C এর ৪ ভাগ দ্বারা গঠিত। মিশ্রণে B কতটুকু আছে?
ক. ৯ কেজি
খ. ১২ কেজি
গ. ১৭ কেজি
ঘ. ৫১ কেজি
উত্তরঃ ক

প্রশ্নঃ দুটি সংখ্যার অনুপাত ৫ : ৮। উভয়ের সঙ্গে ২ যোগ করলে অনুপাতটি ২ : ৩ হয়। সংখ্যা দুটি কি কি?
ক. ৭ ও ১১
খ. ১২ ও ১৮
গ. ১০ ও ২৪
ঘ. ১০ ও ১৬
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ক, খ ও গ একত্রে ব্যবসা করে ১২০০ টাকা লাভ করে। যদি ক, খ ও গ-এর মূলধনের অনুপাত ২ : ৩ : ৫ হয়, তবে ক কত লভ্যাংশ পাবে?
ক. ৪৮০ টাকা
খ. ১৮০ টাকা
গ. ২৪০ টাকা
ঘ. ২৮০ টাকা
উত্তরঃ গ

প্রশ্নঃ লুপ্ত পদ নির্নয় করুনঃ ১২ : ১৬ :: ? : ২০
ক. ১০
খ. ২০
গ. ২৫
ঘ. ১৫
উত্তরঃ ঘ

প্রশ্নঃ একটি ম্যাপের Scale হচ্ছে ১ : ৫০০০০; ২ কিলোমিটার দূরত্ব ম্যাপে কত দেখাতে হবে? ম্যাপের ৩ সে.মি.লাইন কত দূরত্ব হবে?
ক. ৪ সেঃ মিঃ, ১.৫ কিঃ মিঃ
খ. ৩ সেঃ মিঃ, ২.৫ কিঃ মিঃ
গ. ২ সেঃ মিঃ, ৩.০ কিঃ মিঃ
ঘ. ১ সেঃ মিঃ, ২.০ কিঃ মিঃ
উত্তরঃ ক

প্রশ্নঃ দুটি সংখ্যার অনুপাত 2:3 এবং গ, সা, গু, 4 হলে বৃহত্তর সংখ্যাটি কত?
ক. 6
খ. 12
গ. 8
ঘ. 16
উত্তরঃ খ

প্রশ্নঃ A : B = 4 : 5, A : C = 10 : 9, then A : B : C =?
ক. 4 : 5 : 9
খ. 4 : 5 : 10
গ. 8 : 9 : 10
ঘ. 20 : 25 : 18
ঙ. None of these
উত্তরঃ ঘ

প্রশ্নঃ দুটি দেয়া সংখ্যা ‘a’ ও ‘b’-এর মধ্যে অনুপাত নির্ধারণ করার একটি সূত্র হলো–
ক. a/b
খ. a/(a+b)
গ. (a+b)/a
ঘ. কোনটিই না
উত্তরঃ ক

প্রশ্নঃ ৬০ মিটার দৈর্ঘ্য বিশিষ্ট বাঁশকে ৩ : ৭ : ১০ অনুপাতে ভাগ করলে টুকরা সাইজ কত?
ক. ৮ মিঃ, ২২ মিঃ, ৩০ মিঃ
খ. ১০ মিঃ, ২০ মিঃ, ৩০ মিঃ
গ. ৯ মিঃ, ২১ মিঃ, ৩০ মিঃ
ঘ. ১২ মিঃ, ২০ মিঃ, ২৮ মিঃ
উত্তরঃ গ

প্রশ্নঃ ৩০০০০ টাকার পুরস্কার তিনজন চাকুরীজীবীর মধ্যে ২ : ৩ : ৫ অনুপাতে ভাগ করে দেওয়া হল। ক্ষুদ্রতম অংশ-
ক. ৯০০০
খ. ৭৫০০
গ. ৬০০০
ঘ. ৪৫০০
উত্তরঃ গ

প্রশ্নঃ তিন জনের মধ্যে ৭৫০ টাকা ৩ : ৫ : ৭ অনুপাতে ভাগ করে দিলে ভাগের টাকার অংশগুলো হবে-
ক. ১২০, ২৩০, ৪০০
খ. ১৩০, ২৮০, ৩৪০
গ. ১৫০, ২৫০, ৩৫০
ঘ. ২০০, ২৫০, ৩০০
উত্তরঃ গ

প্রশ্নঃ পিকনিকের জন্য ৫ : ৭ : ৮ অনুপাতে পনির, ডিম ও গরুর মাংশের স্যান্ডউইচ তৈরি করা হল। যদি সর্বমোট ১২০টি স্যান্ডউইচ তৈরি করা হয়, তবে কতগুলো ডিমের স্যান্ডউইচ তৈরি করা হয়েছিল?
ক. ১৫
খ. ৩০
গ. ৩৮
ঘ. ৪২
ঙ. None of these
উত্তরঃ ঘ

প্রশ্নঃ একটি রেস্টুরেন্টের বয়-এর সাপ্তাহিক বেতন ৫০০ টাকা। এক সপ্তাহে বকশিস থেকে আয় তার বেতনের ৫/৪। তাহলে ঐ সপ্তাহে তার মোট আয়ের কত ভাগ বকশিস থেকে এসেছে?
ক. ৪/৯
খ. ৫/৮
গ. ৫/৯
ঘ. ৭/৯
উত্তরঃ গ

প্রশ্নঃ করিম ও রহিমের বেতনের অনুপাত ৭ : ৫; করিমের বেতন রহিমের বেতন অপেক্ষা ৪০০ টাকা বেশি। রহিমের বেতন কত?
ক. ৯০০ টাকা
খ. ১০০০ টাকা
গ. ১১০০ টাকা
ঘ. ১৬০০ টাকা
উত্তরঃ খ

প্রশ্নঃ ক, খ ও গ ২৮০ টাকা নিয়ে কারবার শুরু করল। ক ও খ এর মূলধন সমান কিন্তু গ এর মূলধন ২০ টাকা কম। মোট ৫৬ টাকা লাভ হলে, গ কত লাভ পাবে?
ক. ১৪ টাকা
খ. ১৬ টাকা
গ. ২০ টাকা
ঘ. ২৪ টাকা
উত্তরঃ খ

প্রশ্নঃ টিপুর বোনের বয়স টিপুর বয়সের এবং তার বাবার বয়সের মধ্য সমানুপাতী। টিপুর বয়স ১২ বছর, তার বাবার বয়স ৪৮ বছর হলে, তার বোনের বয়স কত?
ক. ১৬ বৎসর
খ. ১৮ বৎসর
গ. ২৪ বৎসর
ঘ. ২০ বৎসর
উত্তরঃ গ

প্রশ্নঃ ৩,৯ ও ৪ এর চতুর্থ সমানুপাতিক কত?
ক. ১২
খ. ১৬
গ. ১৮
ঘ. ৮
উত্তরঃ ক

প্রশ্নঃ দুটি সংখ্যার বিয়োগফল ৬৬ এবং তাদের অনুপাত ৭ : ৫ হলে সংখ্যাদ্বয় কত?
ক. ২৩১, ১৬৫
খ. ২২৩, ১১৬
গ. ২২২, ১২০
ঘ. ১৯০, ১২৪
উত্তরঃ ক

প্রশ্নঃ x:y=a:b, যদি x=6, y=5 এবং a=36 হয় তবে b=কত?
ক. ৩৫
খ. ৩০
গ. ১২
ঘ. ৬
উত্তরঃ খ

প্রশ্নঃ একটি ম্যাপে ১/২ ইঞ্চি ৭৫ মাইল প্রকৃত দূরত্ব নির্দেশ করে। যদি দুইটি শহরের দূরত্ব ম্যাপে ৯/৪ ইঞ্চি হয় তবে শহর দুইটির প্রকৃত দূরত্ব কত?
ক. ১৫ মাইল
খ. ১৬২ মাইল
গ. ৩৩৭.৫ মাইল
ঘ. ৩৭৫ মাইল
ঙ. None of these
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন ক্লাশে x সংখ্যক ছাত্রী আছে এবং ছাত্রী ও ছাত্রের অনুপাত a : b। ঐ ক্লাশে কত জন ছাত্র আছে?
ক. ab/x
খ. bx/a
গ. ax/b
ঘ. abx/ax
উত্তরঃ খ

প্রশ্নঃ ৫ : ১৮, ৭ : ২ এবং ৩ : ৬- এর মিশ্র অনুপাত কত?
ক. ৭২ : ১০৫
খ. ৭২ : ৩৫
গ. ৩৫ : ৭২
ঘ. ১০৫ : ৩৫
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন চতুর্ভুজের চার কোণের অনুপাত ১ : ২ : ২ : ৩ বৃহত্তম কোণের পরিমাণ কত?
ক. ১০০°
খ. ১১৫°
গ. ১৩৫°
ঘ. ২২৫°
উত্তরঃ গ

প্রশ্নঃ একটি ত্রিভুজের পরিসীমা ৪৫ সেমি এবং বাহুগুলোর অনুপাত ৩ : ৫ : ৭ হলে ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য কত হবে–
ক. ৬ সেমি
খ. ৯ সেমি
গ. ১২ সেমি
ঘ. ১৫ সেমি
উত্তরঃ খ

প্রশ্নঃ ৬০ লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত ৭ : ৩। ঐ মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত ৩ : ৭ হবে?
ক. ৭০
খ. ৮০
গ. ৯০
ঘ. ৯৮
উত্তরঃ খ

প্রশ্নঃ একটি পাত্রে দুধ ও পানির অনুপাত ৫ : ২। যদি পানি অপেক্ষা দুধের পরিমাণ ৬ লিটার বেশি হয় তবে পানির পরিমাণ–
ক. ১৪ লিটার
খ. ৬ লিটার
গ. ১০ লিটার
ঘ. ৪ লিটার
উত্তরঃ ঘ

প্রশ্নঃ a : b = 4 : 7 এবং b : c = 5 : 6 হলে তবে a : b : c = কত?
ক. 4 : 7 : 6
খ. 20 : 35 : 24
গ. 20 : 35 : 42
ঘ. 24 : 35 : 30
উত্তরঃ গ

প্রশ্নঃ একটি সোনার গহনার ওজন ১৬ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৩ : ১। এতে কি পরিমাণ সোনা মিশালে অনুপাত ৪ : ১ হবে?
ক. ১২ গ্রাম
খ. ৪ গ্রাম
গ. ৩ গ্রাম
ঘ. ৬ গ্রাম
উত্তরঃ খ

আরো পড়ুন:

Share with your friends :
October 8, 2020

Join FB Group: amarStudy.com official

Anything wrong? Please send me a message here: Al-Amin Islam

0 responses on "পাটিগণিত-০২"

  Leave a Message

  Your email address will not be published. Required fields are marked *

  amarstudy.com_logo

  কেন amarStudy.com?

  amarStudy.com এমন একটি ওয়েবসাইট যেখানে আপনি বিভিন্ন বিষয়ের উপরে অসংখ্যা MCQ পাবেন এবং মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে পারবেন। শুধু মডেল টেস্ট নয়, এখানে আপনি প্রতি মাসের সাম্প্রতিক ঘটনাবলি, বিভিন্ন শিক্ষামূলক ব্লগ এবং ইবুক পড়তে পারবেন। আমাদের সবথেকে বড় সুবিধা হলো এখানে আপনি পড়তে পারবেন, পড়া শেষ করে মডেল টেস্ট দিতে পারবেন এবং মডেল টেস্টের ফলাফল পেয়ে যাবেন সাথে সাথেই।

  Archives

  Categories

  error: Content is protected !!