Contact for queries :

চর্চা হবে অনলাইনে, যখন খুশি তখন

চর্চা হবে অনলাইনে, যখন খুশি তখন

চর্চা হবে অনলাইনে, যখন খুশি তখন

পাটিগণিত-১৭

প্রশ্নঃ ১০ বছর আগে করিমের বয়স ছিল রহিমের বয়সের অর্ধেক। যদি তাদের বর্তমান বয়সের অনুপাত ৩ : ৪ হয়, তবে বর্তমানে তাদের বয়স কত?
ক. ৪৫ বছর
খ. ৩০ বছর
গ. ৪০ বছর
ঘ. ৩৫ বছর
উত্তরঃ ঘ

প্রশ্নঃ পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি ৫০ বছর; যখন পুত্রের বয়স পিতার বর্তমান বয়সের সমান হবে তখন তাদের বয়সের সমষ্টি হবে ১০২ বছর। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত?
ক. পিতা ৩২ বছর এবং পুত্র ১৮ বছর
খ. পিতা ৩৬ বছর এবং পুত্র ১৪ বছর
গ. পিতা ৩৮ বছর এবং পুত্র ১২ বছর
ঘ. পিতা ৪০ বছর এবং পুত্র ১০ বছর
উত্তরঃ গ

প্রশ্নঃ দুই বছর আগে বাবার বয়স পুত্রের বয়সের ১৪ গুণ ছিল। দুই বছর বাদে বাবার বয়স পুত্রের বয়সের চেয়ে ২৬ বছর বেশি হয়, তবে বাবা ও তার পুত্রের বয়সের অনুপাত কত?
ক. ১৫ : ৬
খ. ১০ : ৪
গ. ১৫ : ২
ঘ. ৮ : ৫
উত্তরঃ গ

প্রশ্নঃ After x years Sujan will be y years old. After z years, Sujan will be–?/xবছর পর সুজনের বয়স হবে y। z বছর পর সুজনের বয়স কত হবে?
ক. x+y+z
খ. x-y+z
গ. y-x+z
ঘ. x+z
উত্তরঃ গ

প্রশ্নঃ পিতা ও পুত্রের বয়সের অনুপাত ৭ : ৩। ৪ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল ১৩ : ৫। বর্তমানে কার বয়স কত?
ক. ৫৬ বছর, ৩৪ বছর
খ. ৬৬ বছর, ২৪ বছর
গ. ৫৬ বছর, ২৪ বছর
ঘ. ৪৬ বছর, ৩৩ বছর
উত্তরঃ গ

প্রশ্নঃ পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের চারগুণ। ৬ বৎসর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের ১০ গুণ ছিল। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত?
ক. ৫৬ এবং ১৪ বৎসর
খ. ৩২ এবং ৮ বৎসর
গ. ৩৬ এবং ৯ বৎসর
ঘ. ৪০ এবং ১০ বৎসর
উত্তরঃ গ

প্রশ্নঃ ৫ বছর পূর্বে পিতার ওপুত্রের বয়সের যোগফল ছিল ৬০ বৎসর। বর্তমানে পুত্রের বয়স ২০ হলে পিতার বর্তমান বয়স কত?
ক. ৪৫ বছর
খ. ৪০ বছর
গ. ৫৫ বছর
ঘ. ৫০ বছর
উত্তরঃ ঘ

প্রশ্নঃ আব্দুল করিম আবদুর রহিমের চাইতে ৩ বছরের ছোট। আফজালের বয়স আবদুল করিমের চাইতে ২ বছর কম। মুমিনের বয়স যখন ৫ বছর তখন আবদুল করিম জন্মেছে। তাদের মধ্যে জ্যেষ্ঠতমের বয়স ৫২ হলে আফজালের বয়স কত?
ক. ৫৪ বছর
খ. ৪৫ বছর
গ. ৫০ বছর
ঘ. ৪৩ বছর
উত্তরঃ খ

প্রশ্নঃ পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি ৮৪ বছর। দশ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ৫ : ৩ থাকলে, দশ বছর পর এ অনুপাত কত হবে?
ক. ৩১ : ১৬
খ. ১৫ : ১১
গ. ১৬ : ১৩
ঘ. ২৫ : ১৮
উত্তরঃ খ

প্রশ্নঃ পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৬০ বছর। মাতার বয়স পুত্রের বয়স অপেক্ষা ২০ বছর বেশি। পিতা ও মাতার গড় বয়স কত?
ক. ২০
খ. ১০
গ. ৪০
ঘ. ৬০
উত্তরঃ গ

প্রশ্নঃ পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত ৩ : ১ এবং ৫ বছর পরে তাদের বয়সের অনুপাত ৫ : ২ হবে। তাদের বর্তমান বয়স কত?
ক. পিতা ৩৯ বছর এবং পুত্র ১৩ বছর
খ. পিতা ৪২ বছর এবং পুত্র ১৪ বছর
গ. পিতা ৪৫ বছর এবং পুত্র ১৫ বছর
ঘ. পিতা ৪৮ বছর এবং পুত্র ১৬ বছর
উত্তরঃ গ

প্রশ্নঃ পিতার বয়স পুত্রের বয়সের ৪ গুণ। ৫ বছর পরে তাদের বয়সের সমষ্টি ৬০ বছর হলে, পিতার বর্তমান বয়স কত?
ক. ২৫ বছর
খ. ৩০ বছর
গ. ৩৫ বছর
ঘ. ৪০ বছর
উত্তরঃ ঘ

প্রশ্নঃ পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত ৯ : ২ এবং ১৫ বছর পরে তাদের বয়সের অনুপাত ১২ : ৫ হবে। তাদের বর্তমান বয়স কত?
ক. পিতা ৬৩ বছর, পুত্র ১৩ বছর
খ. পিতা ৫৪ বছর, পুত্র ১২ বছর
গ. পিতা ৩৩ বছর, পুত্র ৮ বছর
ঘ. পিতা ৪৫ বছর, পুত্র ১০ বছর
উত্তরঃ ঘ

প্রশ্নঃ s বছর পূর্বে এক ব্যক্তির বয়স ছিল r। t বছর পর ঐ ব্যক্তির বয়স কত হবে?
ক. s+r+t
খ. rs+t
গ. r-s+t
ঘ. None
উত্তরঃ ক

প্রশ্নঃ পিতা-পুত্রের বয়সের সমষ্টি ৬২ বছর। এক বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল ৫ : ১। এখন তাদের বয়স-
ক. ৪৮ ও ১৪
খ. ৪৬ ও ১৬
গ. ৪৪ ও ১৮
ঘ. ৫১ ও ১১
উত্তরঃ ঘ

প্রশ্নঃ পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি ৪২ বছর এবং অন্তর ২২ বছর। পুত্রের বর্তমান বয়স কত?
ক. ১০ বছর
খ. ২২ বছর
গ. ৪২ বছর
ঘ. ৩২ বছর
উত্তরঃ ক

প্রশ্নঃ পিতার ২৫ বছর বয়সে পুত্রের জন্ম হয়। পিতার কত বছর বয়সে তার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে?
ক. ৪০ বছর
খ. ৪৫ বছর
গ. ৫০ বছর
ঘ. ৫৫ বছর
উত্তরঃ গ

প্রশ্নঃ পিতা ও মাতার বয়সের গড় ৪৫ বছর। আবার পিতা, মাতা ও পুত্রের বয়সের গড় ৩৬ বছর। পুত্রের বয়স–
ক. ৯ বছর
খ. ১৪ বছর
গ. ১৫ বছর
ঘ. ১৮ বছর
উত্তরঃ ঘ

গণিত, পাটিগণিত, ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশ:

প্রশ্নঃ কোন সংখ্যাটি ক্ষুদ্রতম?
ক. ১/৭
খ. ৩/১৪
গ. ৭/৪২
ঘ. ৩/২৮
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন সংখ্যার ৪/৭ অংশ ৮০ এর সমান?
ক. ১৪০
খ. ১৬০
গ. ১৪৪/৭
ঘ. ২৪০
উত্তরঃ ক

প্রশ্নঃ তিনটি সংখ্যার গুণফল ১/৩। প্রথম দুটি সংখ্যা ২/৭ এবং ৭/৫ হলে, তৃতীয়টি কত?
ক. ৩/৫
খ. ৫/৬
গ. ১/৩
ঘ. ৫/৮
উত্তরঃ খ

প্রশ্নঃ এক গোয়ালা তার ক সংখ্যক গাভীকে চার পুত্রের মধ্যে নিম্নলিখিত ভাবে বন্টন করে দিলঃ প্রথম পুত্রকে ১/২ অংশ, দ্বিতীয় পুত্রকে ১/৪ অংশ, তৃতীয় পুত্রকে ১/৫ অংশ এবং বাকী ৭টি গাভী চতুর্থ পুত্রকে দিল। ঐ গোয়ালার গাভীর সংখ্যা কত ছিল?
ক. ১০০ টি
খ. ১৪০ টি
গ. ১৮০ টি
ঘ. ২০০ টি
উত্তরঃ খ

প্রশ্নঃ ০.০৫ এর ০.০৩ গুণ কত?
ক. ১.৫%
খ. ১৫%
গ. ০.০১৫
ঘ. ০.০০১৫
উত্তরঃ ঘ

প্রশ্নঃ x নামক একটি দোকানে ডিসেম্বর মাসে বিক্রয় জানুয়ারী থেকে নভেম্বর পর্যন্ত বিক্রির মাসপ্রতি গড়ের ৪ গুণ। ডিসেম্বর মাসে বিক্রি পুরো বছরের বিক্রির কত অংশ?
ক. ১/৪
খ. ৪/১৫
গ. ১/৩
ঘ. ৪/১১
ঙ. ৪/৫
উত্তরঃ খ

প্রশ্নঃ সবচেয়ে বড় সংখ্যা কোনটি?
ক. ০.০০৯৯
খ. ০.১০০
গ. ৯/১০০
ঘ. ৯/১০০০
উত্তরঃ খ

প্রশ্নঃ ০.২৫ কে সামান্য ভগ্নাংশে পরিণত করলে হবে–
ক. ৩/৪
খ. ১/৪
গ. ১/৫
ঘ. ২/৩
উত্তরঃ খ

প্রশ্নঃ What part of an hour elapses between 11.50 pm to 12.14 am?/এক ঘন্টার কত অংশ ১১.৫০ pm হতে ১২.১৪ am এর মধ্যে অতিক্রান্ত হয়েছে?
ক. ৫/১২
খ. ২/৫
গ. ১/৫
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন ভগ্নাংশটি ২/৩ থেকে বড়?
ক. ৩৩/৫০
খ. ৮/১১
গ. ৩/৫
ঘ. ১৩/২৭
উত্তরঃ খ

প্রশ্নঃ ০.০৫ x ০.০০০৫=?
ক. ০.০২৫
খ. ০.০০০২৫
গ. ০.০০০০২৫
ঘ. ০.২৫
উত্তরঃ খ

আরো পড়ুন:

Share with your friends :
October 8, 2020

Join FB Group: amarStudy.com official

Anything wrong? Please send me a message here: Al-Amin Islam

0 responses on "পাটিগণিত-১৭"

  Leave a Message

  Your email address will not be published. Required fields are marked *

  amarstudy.com_logo

  কেন amarStudy.com?

  amarStudy.com এমন একটি ওয়েবসাইট যেখানে আপনি বিভিন্ন বিষয়ের উপরে অসংখ্যা MCQ পাবেন এবং মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে পারবেন। শুধু মডেল টেস্ট নয়, এখানে আপনি প্রতি মাসের সাম্প্রতিক ঘটনাবলি, বিভিন্ন শিক্ষামূলক ব্লগ এবং ইবুক পড়তে পারবেন। আমাদের সবথেকে বড় সুবিধা হলো এখানে আপনি পড়তে পারবেন, পড়া শেষ করে মডেল টেস্ট দিতে পারবেন এবং মডেল টেস্টের ফলাফল পেয়ে যাবেন সাথে সাথেই।

  Archives

  Categories

  error: Content is protected !!