Contact for queries :

চর্চা হবে অনলাইনে, যখন খুশি তখন

চর্চা হবে অনলাইনে, যখন খুশি তখন

চর্চা হবে অনলাইনে, যখন খুশি তখন

পাটিগণিত-১৮

প্রশ্নঃ কোন একটি স্কুলের শিক্ষক শিক্ষয়ত্রীর ২/৩ অংশ মহিলা। পুরুষ শিক্ষকদের ১২ জন অবিবাহিত এবং ৩/৫ অংশ বিবাহিত। ঐ স্কুলে শিক্ষক-শিক্ষুয়ত্রীর সংখ্যা কত?
ক. ৩০
খ. ৬০
গ. ৭২
ঘ. ৯০
উত্তরঃ ঘ

প্রশ্নঃ নিম্নে উল্লেখিত ভগ্নাংশগুলোর মধ্যে কোনটির মান সবচেয়ে বেশি?
ক. ১/২০
খ. ১/১৬
গ. ১/১৫
ঘ. ১/১২
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি সবচেয়ে বড়?
ক. ১৩/১৫
খ. ২/৩
গ. ৪/৫
ঘ. ২৩/৩০
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন সম্পত্তির ১/২ অংশের মূল্য ১৬০০ টাকা হলে ঐ সম্পত্তির ১/৮ অংশের মূল্যের ৪ গুণ কত?
ক. ৪০০০ টাকা
খ. ৩২০০ টাকা
গ. ১৬০০ টাকা
ঘ. ৬৪০০ টাকা
উত্তরঃ গ

প্রশ্নঃ একটি ভগ্নাংশের লব ও হর উভয় থেকে এক বিয়োগ করলে ভগ্নাংশটি ২/৩ হয়। কিন্তু হর ও লব উভয়ের সঙ্গে এক যোগ করলে ভগ্নাংশটি ৩/৪ হয়। ভগ্নাংশটি কত?
ক. ৪/৫
খ. ৩/৪
গ. ৭/৯
ঘ. ৫/৭
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন সংখ্যাটি ১ এর সবচেয়ে কাছে?
ক. ৩/(৩+০.০৩)
খ. ৩/(৩+০.৩)
গ. ৩/(৩+<০.০৩>২)
ঘ. ৩/(৩+<০.৩>২)
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন সম্পত্তির ৭/৮ অংশের মূল্য ৯২১২ টাকা। ঐ সম্পত্তির ৩/৪ অংশের মূল্য কত?
ক. ৭৭৫০
খ. ৭৮৯৬
গ. ৮৭৫৬
ঘ. ৮০০০
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হলে এর লব ও হরের গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক দিয়ে–
ক. লব ও হরকে গুণ করতে হবে
খ. লব ও হরকে ভাগ করতে হবে
গ. হরকে ভাগ করতে হবে
ঘ. লবকে গুণ করতে হবে
উত্তরঃ খ

প্রশ্নঃ দুইটি ভগ্নাংশের গুণফল ২৫/২৮। এদের একটি ৫/৭ হলে, অপর ভগ্নাংশটি কত?
ক. ২/৩
খ. ১/৩
গ. ৫/৪
ঘ. ৩/৪
উত্তরঃ গ

প্রশ্নঃ ০.৩ x ০.০৩ x ০.০০৩=?
ক. ০.০০০২৭
খ. ০.০০০০২৭
গ. ০.০০২৭
ঘ. ০.০২৭
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন ব্যক্তির মোট সম্পত্তির ২/৩ অংশের মূল্য ৯০০০০ টাকা। ঐ ব্যক্তির সম্পূর্ণ সম্পত্তির মূল্য কত?
ক. ১৩৫০০০
খ. ৬০০০০
গ. ১৫০০০০
ঘ. ১২০০০০
উত্তরঃ ক

প্রশ্নঃ নিম্নে বর্ণিত ভগ্নাংশের কোনটি ১/২ এর চেয়ে বেশি?
ক. ৩১/৬০
খ. ৩২/৬৫
গ. ৭/১৫
ঘ. ৩০/৬১
উত্তরঃ ক

প্রশ্নঃ নিচের কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম?
ক. ১/৩
খ. ৩/৬
গ. ২/৭
ঘ. ৫/২১
উত্তরঃ ঘ

প্রশ্নঃ নিচের দশমিক সংখ্যাগুলোর বৃহত্তম সংখ্যা দ্বারা ক্ষুদ্রতম সংখ্যা গুণ করলে গুণফল কত হবে? .১, .০০০৯, .০২০, .০০১
ক. ০.০০০০৯
খ. ০.০০০১
গ. ০.০০১৮
ঘ. ০.০০০১৮
উত্তরঃ ক

প্রশ্নঃ একটির খুঁটির অর্ধাংশ মাটির নিচে, এক তৃতীয়াংশ পানির মধ্যে ও ১২ ফুট পানির উপরে আছে। খুঁটির দৈর্ঘ্য কত?
ক. ৭২ ফুট
খ. ৮০ ফুট
গ. ৬০ ফুট
ঘ. ৫৪ ফুট
উত্তরঃ ক

প্রশ্নঃ একটি স্কুলের ৪/৫ ভাগ ছাত্র ফুটবল খেলা দেখতে গিয়েছিল। তার ১/৪ ভাগ বাসে চড়ে গিয়েছিল। যদি ১৬৪ জন ছাত্র বাসে গিয়ে থাকে তবে স্কুলের ছাত্র সংখ্যা কত?
ক. ৬৫৬
খ. ৮২০
গ. ৩২৮০
ঘ. ১৬৪০
উত্তরঃ খ

প্রশ্নঃ If p=3/5, q=7/9 and r=5/7 then:
ক. p<q<r
খ. q<r<p
গ. p<r<q
ঘ. r<q<p
উত্তরঃ গ

প্রশ্নঃ একটি ট্রাস্ট ফান্ডের অর্ধেক মূলধন বি.ও.সির শেয়ারে, এক-চতুর্থাংশ বেক্সিমকোর ঋণপত্রে, এক-পঞ্চমাংশ আইসিবির মিউচুয়াল ফান্ডে এবং অবশিষ্ট ১০০০০০ টাকা প্রতিরক্ষা ঋণপত্রে বিনিয়োগ করল। ফান্ডের মোট মূলধন কত টাকা?
ক. ১০০০০০০
খ. ১৬০০০০০
গ. ২০০০০০০
ঘ. ২৫০০০০০
ঙ. ২৭৫০০০০
উত্তরঃ গ

প্রশ্নঃ ০.০১ × ০.০২ = কত?
ক. ০.০২
খ. ০.০০২
গ. ০.০০০২
ঘ. ০.০০০০০২
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন প্রকৃত ভগ্নাংশের লব ও হরের অন্তর ২। হর ও লব উভয় হতে ৩ বিয়োগ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তার সঙ্গে ১/৪ যোগ করলে যোগফল ১ হয়। ভগ্নাংশটি কত?
ক. ৭/৯
খ. ১১/১৩
গ. ৯/১১
ঘ. ১৩/১৫
উত্তরঃ গ

প্রশ্নঃ Which of the following fractions has the smallest value?/নিচের কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম?
ক. 34.7/163
খ. 125/501
গ. 173/700
ঘ. 10.9/42.7
ঙ. 370/3715
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন ভগ্নাংশটি লঘিষ্ঠ আকারে প্রকাশিত?
ক. ৭৭/১৪৩
খ. ১০২/২৮৯
গ. ১১৩/৩৫৫
ঘ. ৩৪৩/১০০১
উত্তরঃ গ

প্রশ্নঃ নিম্নের সবচেয়ে ছোট সংiখ্যা কোনটি?/Which of the following numbers is the smallest?
ক. -৫৬/৮
খ. ০/৩
গ. ১০/২
ঘ. √৪
উত্তরঃ ক

প্রশ্নঃ একটি বাঁশের ২/৫ অংশ লাল, ১/৪ অংশ কালো, ও ১/৩ অংশ সবুজ কাগজে আবৃত ও অবশিষ্ট অংশ ৬ মিটার হলে, বাঁশটির মোট দৈর্ঘ্য-
ক. ৬০ মিটার
খ. ১২০ মিটার
গ. ১৮০ মিটার
ঘ. ৩৬০ মিটার
উত্তরঃ ঘ

প্রশ্নঃ এক ব্যক্তি সম্পত্তির ২/৩ অংশ পুত্রকে এবং ১/৩ অংশ কন্যাকে দিলেন। কন্যা পুত্র অপেক্ষা ১৫০০ টাকা কম পেল। সম্পূর্ণ সম্পত্তির মূল্য কত?
ক. ৩০০০ টাকা
খ. ৪৫০০ টাকা
গ. ৬০০০ টাকা
ঘ. ৭৫০০ টাকা
উত্তরঃ খ

প্রশ্নঃ ৫০ টাকা এর ১/৫ অংশ + ১০ টাকার ০.১ অংশ= কত টাকা?
ক. ১০ টাকা ১০ পয়সা
খ. ১১ টাকা
গ. ০.০০১৮
ঘ. ১১.১০ টাকা
উত্তরঃ খ

প্রশ্নঃ একটি পাত্র ১/২ অংশ ভর্তি আছে। যদি ৮ গ্যালন সরানো হয় তবে ১/১০ অংশ ভর্তি থাকে। পাত্রটি কত গ্যালন ধারণ করে?
ক. ২০ গ্যালন
খ. ১৬ গ্যালন
গ. ২০ গ্যালন
ঘ. ২৪ গ্যালন
উত্তরঃ গ

প্রশ্নঃ ৭/১৭ এর হর এবং লবের সঙ্গে কোন সংখ্যাটি যোগ করলে ভগ্নাংশটি ৩/৫ হয়?
ক. ৭
খ. ৮
গ. ৬
ঘ. ৯
উত্তরঃ খ

প্রশ্নঃ ক ও খ দুটি সংখ্যা। ক এর ১/২ অংশ এবং খ এর ১/৩ অংশ যোগ করলে ৪৫ হয়। খ এর অর্ধেক এবং ক এর ১/৫ যোগ করলে ৪০ হয়। ক ও খ এর মান কত?
ক. ক=৫০, খ=৬০
খ. ক=৬০, খ=৫০
গ. ক=৪০, খ=৪৮
ঘ. ক=৬০, খ=৪৮
উত্তরঃ ক

প্রশ্নঃ এক ব্যক্তির মাসিক বেতনের ১/২০ অংশ মহার্ঘ ভাতা পান। তার মাসিক আয় ৪২০০ টাকা হলে তার মহার্ঘ ভাতা কত?
ক. ৪২০ টাকা
খ. ২১০ টাকা
গ. ৮৪০ টাকা
ঘ. ১০৫ টাকা
উত্তরঃ খ

আরো পড়ুন:

Share with your friends :
October 8, 2020

Join FB Group: amarStudy.com official

Anything wrong? Please send me a message here: Al-Amin Islam

0 responses on "পাটিগণিত-১৮"

  Leave a Message

  Your email address will not be published. Required fields are marked *

  amarstudy.com_logo

  কেন amarStudy.com?

  amarStudy.com এমন একটি ওয়েবসাইট যেখানে আপনি বিভিন্ন বিষয়ের উপরে অসংখ্যা MCQ পাবেন এবং মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে পারবেন। শুধু মডেল টেস্ট নয়, এখানে আপনি প্রতি মাসের সাম্প্রতিক ঘটনাবলি, বিভিন্ন শিক্ষামূলক ব্লগ এবং ইবুক পড়তে পারবেন। আমাদের সবথেকে বড় সুবিধা হলো এখানে আপনি পড়তে পারবেন, পড়া শেষ করে মডেল টেস্ট দিতে পারবেন এবং মডেল টেস্টের ফলাফল পেয়ে যাবেন সাথে সাথেই।

  Archives

  Categories

  error: Content is protected !!