Contact for queries :

চর্চা হবে অনলাইনে, যখন খুশি তখন

চর্চা হবে অনলাইনে, যখন খুশি তখন

চর্চা হবে অনলাইনে, যখন খুশি তখন

পাটিগণিত-২০

প্রশ্নঃ মুনির বাকীতে x টাকায় একটি টিভি কিনল। তাকে বকেয়া তিন মাসের মধ্যে পরিশোধ করতে হবে। প্রথম মাসে সে বকেয়ার ১/৬ অংশ পরিশোধ করল। দ্বিতীয় মাসে সে অবশিষ্ট বকেয়ার ১/৬ অংশ এবং ৪০০ টাকা পরিশোধ করল। তৃতীয় মাসে তাকে কত পরিশোধ করতে হবে তা x এর মাধ্যমে প্রকাশ কর?
ক. (x-৪০০)/৬
খ. (৫x-৪০০)/৬
গ. ২৫x/৩৬ – ৪০০
ঘ. (২৫x-৪০০)/৩৬
ঙ. ২(x-২০০)/৬
উত্তরঃ ঘ

প্রশ্নঃ 0.777777 / 0.011=?
ক. 70.707
খ. 77.07
গ. 0.70707
ঘ. None of these
উত্তরঃ ক

প্রশ্নঃ বার্ষিক পরীক্ষায় একটি ছাত্র মোট ক সংখ্যক প্রশ্নের প্রথম ২০টির মধ্যে ১৫টি নির্ভূল উত্তর দিল। বাকী যা প্রশ্ন রইল তার ১/৩ অংশ সে নির্ভূল উত্তর দিল। সমস্ত প্রশ্নের মান সমান। যদি ছাত্র শতকরা ৭৫ ভাগ নম্বর পায় তবে প্রশ্নের সংখ্যা কত ছিল?
ক. ১৫টি
খ. ২০টি
গ. ২৫টি
ঘ. ১৮টি
উত্তরঃ খ

প্রশ্নঃ একটি ভগ্নাংশের লব ও হরের সমষ্টি ১১। লব থেকে ২ এবং হরের সাথে ৩ যোগ করলে ভগ্নাংশের মান হয় ১/২। ভগ্নাংশটি নির্নয় কর?
ক. ৪/৭
খ. ৫/৬
গ. ৬/৫
ঘ. ৭/৪
উত্তরঃ গ

প্রশ্নঃ একটি নতুন বাইসাইকেলের দাম ২৫০০ টাকা। প্রতি বছর শেষে সাইকেলটির মূল্য পূর্বতন মূল্যের ৪/৫ এ দাঁড়ায়। ৩য় বছর শেষে সাইকেলটির মূল্য কত হবে?
ক. ১০০০ টাকা
খ. ১২৮০ টাকা
গ. ১২০০ টাকা
ঘ. ১৩৪০ টাকা
উত্তরঃ খ

গণিত, পাটিগণিত, ল.সা.গু ও
গ. সা.গু:

প্রশ্নঃ দুটি সংখ্যার গুণফল ৪২৩৫ এবং তাদের ল.সা.গু ৩৮৫। সংখ্যা দুটির
গ. সা.গু কত?
ক. ১৭
খ. ১৫
গ. ১১
ঘ. ১৩
উত্তরঃ গ

প্রশ্নঃ দু’টি সংখ্যার গুণফল ৩৩৮০ এবং
গ. সা.গু. ১৩। সংখ্যা দু’টির ল.সা.গু. কত?
ক. ২৬০
খ. ৭৮০
গ. ১৩০
ঘ. ৪৯০
উত্তরঃ ক

প্রশ্নঃ পাঁচটি ঘন্টা একত্রে বেজে যথাক্রমে ৩,৫,৭,৮ ও ১০ সেকেন্ড অন্তর অন্তর বাজতে লাগল। কতক্ষণ পড়ে ঘন্টা গুলো পুনরায় একত্রে বাজবে?
ক. ১০ মিনিট
খ. ৯০ সেকেন্ড
গ. ১৪ মিনিট
ঘ. ২৪০ সেকেন্ড
উত্তরঃ গ

প্রশ্নঃ ৫ অংকের ক্ষুদ্রতম সংখ্যা হতে কোন লঘিষ্ঠ সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল ৫,১০ ও ১৫ দ্বারা বিভাজ্য হবে?
ক. ৫
খ. ১০
গ. ১৫
ঘ. ২০
উত্তরঃ খ

প্রশ্নঃ একটি ঘোড়ার গাড়ির সামনের চাকার পরিধি ৩ মিটার, পেছনের চাকার পরিধি ৪ মিটার। গাড়িটি কত পথ গেলে সামনের চাকা পেছনের চাকার চেয়ে ১০০ বার বেশি ঘুরবে?
ক. ১ কিঃ মিঃ
খ. ১.২ কিঃ মিঃ
গ. ১.৬ কিঃ মিঃ
ঘ. ১.৮ কিঃ মিঃ
উত্তরঃ খ

প্রশ্নঃ একটি গাড়ির সামনের চাকার পরিধি ২ মিটার এবং পেছনের চাকার পরিধি ৩ মিটার। কমপক্ষে কত দূরত্ব অতিক্রম করলে সামনের চাকা পেছনের চাকা অপেক্ষা ১০ বার বেশি ঘুরবে?
ক. ২০ মিটার
খ. ৩০ মিটার
গ. ৪০ মিটার
ঘ. ৬০ মিটার
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ৯৯৯৯৯ এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল ২,৩,৪,৫ এবং ৬ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
ক. ২১
খ. ৩৯
গ. ৩৩
ঘ. ২৯
উত্তরঃ ক

প্রশ্নঃ কতজন বালককে ১২৫টি কমলালেবু এবং ১৪৫টি কলা সমানভাবে ভাগ করে দেয়া যায়?
ক. ২৫ জনকে
খ. ১৫ জনকে
গ. ৩৫ জনকে
ঘ. ৫ জনকে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ৫ এবং ৯৫ এর মধ্যে ৫ ও ৩ দ্বারা বিভাজ্য মোট কয়টি সংখ্যা আছে?
ক. ৬
খ. ১০
গ. ৭
ঘ. ১৮
উত্তরঃ ক

প্রশ্নঃ দুটি সংখ্যার ল.সা.গু ৯০ এবং
গ. সা.গু ১৫,একটি সংখ্যা ৪৫ হলে অপরটি কত?
ক. ৭৫
খ. ৬০
গ. ৩৬
ঘ. ৩০
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন সেনাবাহিনীতে যদি আরো ১১ জন সৈন্য নিয়োগ করা যেত তবে তাদেরকে ২০,৩০,৪০,৫০ এবং ৬০ সারিতে দাঁড় করানো যেত। ঐ সেনাবাহিনীতে কতজন সৈন্য ছিল?
ক. ৫৯ জন
খ. ৭৯ জন
গ. ৫৮৯ জন
ঘ. ৬১৯ জন
উত্তরঃ গ

প্রশ্নঃ ২০০২ কোন সংখ্যা গুচ্ছের ল.সা.গু নয়?
ক. ১৩,৭৭,৯১,১৪৩
খ. ৭,২২,২৬,৯১
গ. ২৬,৭৭,১৪৩,১৫৪
ঘ. ২,৭,১১,১৩
উত্তরঃ ক

প্রশ্নঃ দুটি সংখ্যার গুণফল ১৫৩৬। সংখ্যা দুটির ল.সা.গু ৯৬ হলে
গ. সা.গু কত?
ক. ১৬
খ. ২৪
গ. ৩২
ঘ. ১২
উত্তরঃ ক

প্রশ্নঃ দুটি সংখ্যার অনুপাত ৫:৬ এবং তাদের
গ. সা.গু ৪ হলে, সংখ্যা দুটির ল.সা.গু কত?
ক. ১০০
খ. ১২০
গ. ১৫০
ঘ. ১৮০
উত্তরঃ খ

প্রশ্নঃ প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুণফল ৩৫ এবং দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গুণফল ৩৬। দ্বিতীয় সংখ্যটি কত?
ক. ৫
খ. ৬
গ. ৭
ঘ. ৮
উত্তরঃ গ

প্রশ্নঃ দুইটি সংখ্যার ল.সা.গু ও
গ. সা.গু যথাক্রমে ২ ও ৩৬০। একটি সংখ্যা ১০ হলে, অপর সংখ্যাটি কত?
ক. ২৪
খ. ৪৮
গ. ৬০
ঘ. ৭২
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে ৩ যোগ করলে যোগফল ২৪,৩৬ এবং ৪৮ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
ক. ৮৯
খ. ১৪১
গ. ২৪৮
ঘ. ১৭০
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন ক্ষুদ্রতম সংখ্যার হতে ১ বিয়োগ করলে বিয়োগফল ৯,১২ ও ১৫ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
ক. ১২১
খ. ১৮১
গ. ২৪১
ঘ. ৩৬১
উত্তরঃ খ

প্রশ্নঃ দুটি সংখ্যার
গ. সা.গু ১৬ এবং ল.সা.গু ১৯২। একটি সংখ্যা ৪৮ হলে, অপর সংখ্যাটি কত?
ক. ৬০
খ. ৬২
গ. ৬৪
ঘ. ৬৮
উত্তরঃ গ

প্রশ্নঃ দুটি সংখ্যার অনুপাত ৫:৬ এবং তাদের ল.সা.গু ৩৬০ হলে, সংখ্যা দুটি কি কি?
ক. ৪৫,৫৪
খ. ৫০,৬০
গ. ৬০,৭২
ঘ. ৭৫,৯০
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন লঘিষ্ঠ সংখ্যাকে ২৪ ও ৩৬ দ্বারা ভাগ করলে যথাক্রমে ১৪ ও ২৬ অবশিষ্ট থাকবে?
ক. ৪৮
খ. ৬২
গ. ৭২
ঘ. ৮৪
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে ২ যোগ করলে যোগফল ৩,৬,৯,১২ এবং ১৫ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
ক. ১৭৮
খ. ৩৫৮
গ. ৩৬৮
ঘ. ৭১৮
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ২,৩,৪,৫,৬ দ্বারা ভাগ করলে প্রতিক্ষেত্রে ১ অবশিষ্ট থেকে, কিন্তু ৭ দ্বারা ভাগ করলে কোন অবশিষ্ট থাকে না?
ক. ৬১
খ. ৩০১
গ. ৩০০
ঘ. ২৮৩
উত্তরঃ খ

আরো পড়ুন:

Share with your friends :
October 8, 2020

Join FB Group: amarStudy.com official

Anything wrong? Please send me a message here: Al-Amin Islam

0 responses on "পাটিগণিত-২০"

  Leave a Message

  Your email address will not be published. Required fields are marked *

  amarstudy.com_logo

  কেন amarStudy.com?

  amarStudy.com এমন একটি ওয়েবসাইট যেখানে আপনি বিভিন্ন বিষয়ের উপরে অসংখ্যা MCQ পাবেন এবং মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে পারবেন। শুধু মডেল টেস্ট নয়, এখানে আপনি প্রতি মাসের সাম্প্রতিক ঘটনাবলি, বিভিন্ন শিক্ষামূলক ব্লগ এবং ইবুক পড়তে পারবেন। আমাদের সবথেকে বড় সুবিধা হলো এখানে আপনি পড়তে পারবেন, পড়া শেষ করে মডেল টেস্ট দিতে পারবেন এবং মডেল টেস্টের ফলাফল পেয়ে যাবেন সাথে সাথেই।

  Archives

  Categories

  error: Content is protected !!