চন্দ্র বংশ :
বেদ রাজবংশের রাজাদের রাজধানী নাম কি ছিল? উঃ দেবপর্বত। দেবপর্বত কোথায় অবস্থিত ছিল? উঃ কুমিল্লার ময়নামতি পাহাড়ের দক্ষিনাংশে। দেববংশের রাজত্বকাল কখন ছিল বলে অনুমান করা হয়? উঃ ৭৪০-৮৯৯ খ্রিঃ
চন্দ্রবংশের শাসনকাল কত শতক পর্যন্তু বিস্তৃত ছিল? উঃ ১০ম- ১১শ শতক। চন্দ্রবংশের প্রথম শক্তিশালী রাজা কে? উঃ ত্রৈলোক্যচন্দ্র। ত্রৈলোক্যচন্দ্র আনুমানিক কত সময় রাজত্ব করেছেন? উঃ ৯০০-৯৩০ খ্রিঃ। রমেশ্বর, পরম ভট্টারক, মহারাজাধিরাজ উপাধী কার ছিল? উঃ শ্রীচন্দ্রের। | চন্দ্র বংশ শ্রীচন্দ্র কত সময় রাজত্ব করেছেন? উঃ ৯৩০-৯৭৫ খ্রিঃ।
আরো পড়ুন:
এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে
এখানে যানঃ
Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।
Facebook
Messenger
WhatsApp
Email
Twitter
LinkedIn
Pinterest
Reddit