Contact for queries :

চর্চা হবে অনলাইনে, যখন খুশি তখন

চর্চা হবে অনলাইনে, যখন খুশি তখন

চর্চা হবে অনলাইনে, যখন খুশি তখন

বাংলাদেশ বিষয়াবলী-০১

সাধারণ জ্ঞান, বাংলাদেশ বিষয়াবলী, বাংলাদেশ পরিচিতি:

প্রশ্নঃ ভারতীয় কোন রাজ্যের সাথে বাংলাদেশের কোনো সীমান্ত নাই ?
ক. আসাম
খ. মিজোরাম
গ. ত্রিপুরা
ঘ. নাগাল্যান্ড
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলাদেশের বৃহত্তর জেলা কতটি?
ক. ১৭টি
খ. ২০টি
গ. ১৬টি
ঘ. ১৯টি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন জেলা ভারতের সীমান্তের সাথে নয়?
ক. ঠাকুরগাঁও
খ. রংপুর
গ. নওয়াবগঞ্জ
ঘ. বাগেরহাট
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশের কোন জেলা দুই দেশের সীমানা দ্বারা বেষ্টিত ?
ক. খাগড়াছড়ি
খ. বান্দরবান
গ. কুমিল্লা
ঘ. রাঙ্গামাটি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কুতুবদিয়া বাতিঘর নির্মাণ করা হয় কখন?
ক. ১৮৫৫ সালে
খ. ১৮৪০ সালে
গ. ১৮৪৬ সালে
ঘ. ১৮৪৮ সালে
উত্তরঃ গ

প্রশ্নঃ কর্ণফুলী নদীর তলদেশে দেশের একমাত্র টানেল নির্মাণ করবে কোন দেশ?
ক. চীন
খ. রাশিয়া
গ. ভারত
ঘ. জাপান
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলাদেশের কুয়েত সিটি বলা হয় কোন অঞ্চল কে?
ক. বরিশাল
খ. চট্টগ্রাম
গ. খুলনা
ঘ. সিলেট
উত্তরঃ গ

প্রশ্নঃ ভারতের উত্তর -পূর্বাঞ্চলীয় কোন রাজ্যটি বাংলাদেশের সীমান্তে অবস্থিত নয় ?
ক. মেঘালয়
খ. আসাম
গ. ত্রিপুরা
ঘ. মনিপুর
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলাদেশের সাথে কয়টি দেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে?
ক. ১টি
খ. ২টি
গ. ৩টি
ঘ. ৪টি
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশর মোট সীমান্ত দৈর্ঘ্য –
ক. ৪৭১৯ কি.মি.
খ. ৪৮০৫ কি.মি.
গ. ৫০৪০ কি.মি.
ঘ. ৪৫০০ কি.মি.
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলাদেশের সবচেয়ে উঁচু সড়কপথ কোনটি?
ক. ঢাকা – ফেনী
খ. বরিশাল – ঢাকা
গ. আলিকদম – থানচি
ঘ. চট্টগ্রাম – কক্সবাজার
উত্তরঃ গ

প্রশ্নঃ বর্তমানে (২০১৭) দেশে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান কতটি?
ক. ৩৪ টি
খ. ২০ টি
গ. ৪০ টি
ঘ. ৩৫ টি
উত্তরঃ ক

প্রশ্নঃ ৬ জুন ২০১৭ কোন আর্থিক প্রতিষ্ঠানটিকে লাইসেন্স প্রদান করা হয়?
ক. বাংলাদেশ ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি
খ. মেরিডিয়ান ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড
গ. সিএপিএম ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড
ঘ. অ্যালায়েন্স লিজিং অ্যান্ড ফিন্যান্স কোম্পানি লিমিটেড
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ভারতে অবস্থিত বাংলাদেশের পঞ্চম মিশন কোথায় হচ্ছে?
ক. ত্রিপুরা
খ. নাগাল্যান্ড
গ. আসাম
ঘ. মিজোরাম
উত্তরঃ গ

প্রশ্নঃ ১ জুলাই ২০১৫ কোন আর্থিক প্রতিষ্ঠানটির লাইসেন্স প্রদান করা হয়?
ক. এলায়েন্স লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানি লি.
খ. মেরিডিয়ান ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লি.
গ. সিএপিএম ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড ফাইন্যান্স লি.
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ

প্রশ্নঃ ১১ জানুয়ারি ২০১৭প্রাথমিকভাবে ভূতাত্ত্বিক ঐতিহ্য (Geographical Heritage) ঘোষণা করা হয় কোন স্থান কে?
ক. কালিয়াকৈয়র, গাজীপুর
খ. জাফলং, সিলেট
গ. ঝিলংজা, কক্সবাজার
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ

প্রশ্নঃ দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু-১ কোন মহাকাশাযানে উৎক্ষেপণ করা হয়?
ক. ফ্যালকন-৫
খ. ফ্যালকন-৯
গ. নভোতরী-১০
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ

প্রশ্নঃ শেওলা স্থলবন্দর ঘোষণা করা হয় কবে?
ক. ৩০ জুন ২০১৫
খ. ২৫ জুন ২০১৫
গ. ৫ জুলাই ২০১৫
ঘ. ৩ জুলাই ২০১৫
উত্তরঃ ক

প্রশ্নঃ দেশের প্রথম নারী তথ্য কর্মকর্তা কে?
ক. এলিজা শারমিন
খ. ফারজানা ইসলাম
গ. কামরুন নাহার
ঘ. বেগম কবিতা খানম
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশের প্রথম অর্থ বছর ছিল–
ক. জানুয়ারি-মার্চ ১৯৭৩
খ. মার্চ-এপ্রিল ১৯৭৩
গ. মে-জুন ১৯৭৩
ঘ. জুন-জুলাই ১৯৭৩
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য কত ?
ক. ৪৫০ মাইল
খ. ৪৬০ মাইল
গ. ৪৪৫ মাইল
ঘ. ৪৩৫ মাইল
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশের অবস্থান উত্তর অক্ষাংশের –
ক. ২০°৩৮’- ২৬°৩৮’
খ. ২১°৩১’- ২৬°৩৩’
গ. ২২°৩৪’- ২৬°৩৮’
ঘ. ২০°২০’- ২৫°২৬’
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি?
ক. ৭টি
খ. ৬টি
গ. ৪টি
ঘ. ৫টি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলাদেশের সাথে নিম্নলিখিত কোন দেশের Maritime boundary বিদ্যমান রয়েছে ?
ক. মিয়ানমার
খ. থাইল্যান্ড
গ. নেপাল
ঘ. দক্ষিণ কোরিয়া
উত্তরঃ ক

প্রশ্নঃ মিয়ানমার বাংলাদেশের কোনদিকে অবস্থিত?
ক. উত্তরপূর্ব
খ. পুর্ব
গ. দক্ষিণপূর্ব
ঘ. উত্তর
উত্তরঃ গ

প্রশ্নঃ বর্তমান (অক্টোবর ২০১৭) অর্থ সচিব কে?
ক. সুরাইয়া বেগম
খ. সুরাইয়া বেগম
গ. মোহাম্মদ মুসলিম চৌধুরী
ঘ. শহীদুল হক
উত্তরঃ গ

প্রশ্নঃ ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য কত?
ক. ৩৩০০ কিলোমিটার
খ. ৩৫৩৭ কিলোমিটার
গ. ৩৭১৫ কিলোমিটার
ঘ. ৩৯৩৫ কিলোমিটার
উত্তরঃ গ

প্রশ্নঃ দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু-১ কবে উৎক্ষেপণ করা হয়?
ক. ১১ মে ২০১৮
খ. ১৫ আগস্ট ২০১৭
গ. ১৬ ডিসেম্বর ২০১৭
ঘ. ১০ জানুয়ারি ২০১৮
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলাদেশের উত্তরে অবস্থিত?
ক. নেপাল ও ভুটান
খ. পশ্চিমবঙ্গ, মেঘালয় ও আসাম
গ. পশ্চিমবঙ্গ ও কুচবিহার
ঘ. পশ্চিমবঙ্গ ও আসাম
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশ-মিয়ানমার মৈত্রী সেতু কোথায় অবস্থিত?
ক. যশোর
খ. চাঁপাই নবাবগঞ্জ
গ. কক্সবাজার
ঘ. দিনাজপুর
উত্তরঃ গ

আরো পড়ুন:

Share with your friends :
October 8, 2020

Join FB Group: amarStudy.com official

Anything wrong? Please send me a message here: Al-Amin Islam

0 responses on "বাংলাদেশ বিষয়াবলী-০১"

  Leave a Message

  Your email address will not be published. Required fields are marked *

  amarstudy.com_logo

  কেন amarStudy.com?

  amarStudy.com এমন একটি ওয়েবসাইট যেখানে আপনি বিভিন্ন বিষয়ের উপরে অসংখ্যা MCQ পাবেন এবং মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে পারবেন। শুধু মডেল টেস্ট নয়, এখানে আপনি প্রতি মাসের সাম্প্রতিক ঘটনাবলি, বিভিন্ন শিক্ষামূলক ব্লগ এবং ইবুক পড়তে পারবেন। আমাদের সবথেকে বড় সুবিধা হলো এখানে আপনি পড়তে পারবেন, পড়া শেষ করে মডেল টেস্ট দিতে পারবেন এবং মডেল টেস্টের ফলাফল পেয়ে যাবেন সাথে সাথেই।

  Archives

  Categories

  error: Content is protected !!