Contact for queries :

চর্চা হবে অনলাইনে, যখন খুশি তখন

চর্চা হবে অনলাইনে, যখন খুশি তখন

চর্চা হবে অনলাইনে, যখন খুশি তখন

বাংলাদেশ বিষয়াবলী-৩০

প্রশ্নঃ বাংলাদেশের বৃষ্টিপাতের কতভাগ বর্ষাকালে হয় ?
ক. ৪০%
খ. ৬০%
গ. ৮০%
ঘ. ২০%
উত্তরঃ গ

প্রশ্নঃ নিম্নে উল্লেখিত ভূমিরূপসমূহের মধ্যে কোনটি হিমবাহের ক্ষয় কার্যের দ্বারা গঠিত ?
ক. ৭৫ . ৮ %
খ. ৭৮ . ১ %
গ. ৭৯ . ২ %
ঘ. প্রায় ৮০ %
উত্তরঃ খ

প্রশ্নঃ ঘূর্ণিঝড় ‘কোমেন’ বাংলাদেশে আঘাত হানে কবে?
ক. ২৬ জুলাই ২০১৫
খ. ২৮ জুলাই ২০১৫
গ. ৩০ জুলাই ২০১৫
ঘ. ১ আগস্ট ২০১৫
উত্তরঃ গ

প্রশ্নঃ ঘূর্ণিঝড় ‘রোয়ানু’ কবে বাংলাদেশে আঘাত হানে?
ক. ১৫ মে ২০১৬
খ. ১৮ মে ২০১৬
গ. ২১ মে ২০১৬
ঘ. ২৩ মে ২০১৬
উত্তরঃ গ

প্রশ্নঃ প্রাকৃতিক দুর্যোগ ব্যাবস্থাপনার ক্ষেত্রে নিম্নের কোন পর্যায়ে ব্যাবস্থা গ্রহন সবচেয়ে ফলপ্রসূ হবে?
ক. কমিউনিটি পর্যায়ে
খ. জাতীয় পর্যায়ে
গ. আঞ্চলিক পর্যায়ে
ঘ. উপজেলা পর্যায়ে
উত্তরঃ ক

প্রশ্নঃ স্পারসো কি ?
ক. মহাকাশ গবেষণাকারী বেসরকারী সংস্থা
খ. ভূ-উপগ্রহ
গ. মহাকাশ গবেষণাকারী সরকারী সংস্থা
ঘ. একটি আধুনিক মহাকাশ প্রযুক্তি
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশের উপকূলীয় সমভূমিতে বসবাসকারী জনগোষ্ঠী যে ধরণের বন্যা কবলিত হয় তার নাম-
ক. নদীজ বন্যা
খ. আকস্মিক বন্যা
গ. বৃষ্টিজনিত বন্যা
ঘ. জলোচ্ছ্বাসজনিত বন্যা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলাদেশে শীতকালে কম বৃষ্টিপাত হয় –
ক. উত্তর-পূর্ব শুষ্ক মৌসুমী বায়ুর প্রভাবে
খ. সমুদ্র বায়ুর প্রভাবে
গ. দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে
ঘ. নিরক্ষীয় বায়ুর প্রভাবে
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলাদেশে সংঘটিত বন্যর রেকর্ড অনুযায়ী (1971-2007 ) কোন সালের বন্যায় সবচেয়ে বেশি এলাকা প্লাবিত হয়?
ক. ১৯৭৪
খ. ১৯৮৮
গ. ১৯৯৮
ঘ. ২০০৭
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশের জলবায়ু কী ধরনের?
ক. ক্রান্তীয় মৌসুমী জলবায়ু
খ. ক্রান্তীয় ও উপক্রান্তীয় জলবায়ু
গ. উপক্রান্তীয় জলবায়ু
ঘ. আর্দ্র ক্রান্তীয় জলবায়ু
উত্তরঃ ক

প্রশ্নঃ কালাজ্বরের জীবাণুবাহী কোন মাছি?
ক. ঘরের মাছি
খ. গ্রীনবটল ফ্লাই
গ. বালিমাছি
ঘ. ডিয়ার ফ্লাই
উত্তরঃ গ

প্রশ্নঃ বিশ্বব্যাংক অনুযায়ী ভবিষ্যতের জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় বিশ্ব সাহায্যের কত শতাংশ বাংলাদেশকে প্রদান করবে?
ক. ৩০%
খ. ৪০%
গ. ৫০%
ঘ. ৬০%
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলাদেশের জলবায়ুর নাম কি ?
ক. নাতিশীতোষ্ণ
খ. নিরক্ষীয়
গ. ক্রান্তীয়
ঘ. ক্রান্তীয় মৌসুমী
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোনটি জলজ আবহাওয়াজনিত (hydro-meteorological) দুর্যোগ নয়?
ক. ভূমিকম্প
খ. ভূমিধস
গ. নদী ভাঙ্গন
ঘ. ঘূর্ণিঝড়
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ (প্রায়) কত?
ক. ২৯০ সে.মি.
খ. ১৮০ সে.মি.
গ. ১২০ সে.মি.
ঘ. ২০৩ সে.মি.
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘SPARRSO’ কোন মন্ত্রণালয়ের অধীনে?
ক. স্বরাষ্ট্র মন্ত্রণালয়
খ. পরিবেশ ও বন মন্ত্রণালয়
গ. প্রতিরক্ষা মন্ত্রণালয়
ঘ. তথ্য মন্ত্রণালয়
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কোথায়?
ক. লালপুর
খ. জাফলং
গ. মাধবকুণ্ড
ঘ. লালখানে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ নিম্নের কোন দুর্যোগটি বাংলাদেশের জনগণের জীবিকা পরিবর্তনের ক্ষেত্রে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে?
ক. ভূমিকম্প
খ. সমুদ্রের জলস্তরের বৃদ্ধি (Sea level rise)
গ. ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস
ঘ. খরা বা বন্যা
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘সেন্দাই ফ্রেমওয়ার্ক ২০১৫-৩০’ হচ্ছে একটি-
ক. দুর্যোগের ঝুঁকি হ্রাস কৌশল
খ. জাপানের উন্নয়ন কৌশল
গ. সুনামী দুর্যোগের ঝুঁকি হ্রাস কৌশল
ঘ. ভূমিকম্পের ঝুঁকি হ্রাস কৌশল
উত্তরঃ ক

প্রশ্নঃ দুর্যোগ ব্যবস্থাপনা নীতিমালা ২০১৫ কবে জারি হয়েছে?
ক. ১ জানুয়ারী
খ. ১১ জানুয়ারী
গ. ১৯ জানুয়ারী
ঘ. ২১ মার্চ
ঙ. ১৩ জুলাই
উত্তরঃ ঙ

প্রশ্নঃ বাংলাদেশের উষ্ণতম স্থান কোনটি?
ক. নাটোরের লালপুর
খ. পাবনার ঈশ্বরদী
গ. রাজশাহী সদর
ঘ. যশোর শহর
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলাদেশের উষ্ণতম স্থানের নাম কি?
ক. পুটিয়া, রাজশাহী
খ. নাচোল, চাপাইনবাবগঞ্জ
গ. লালপুর, নাটোর
ঘ. ঈশ্বরদি, পাবনা
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশের এফ, সি, ডি, আই প্রকল্পের উদ্দেশ্য-
ক. বন্যা নিয়ন্ত্রণ
খ. পানি নিষ্কাশন
গ. পানি সেচ
ঘ. উপরের তিনটি (ক, খ ও গ)
উত্তরঃ ঘ

প্রশ্নঃ মালদ্বীপের দিভেহী ভাষার শব্দ ‘রোয়ানু’-এর অর্থ কি?
ক. বাঁশের তৈরি দড়ি
খ. নারকেলের ছোবড়ার আঁশের দড়ি
গ. তুলার তৈরি দড়ি
ঘ. পাটের তৈরি দড়ি
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশের কালবৈশাখির ঝড় কখন হয়?
ক. মৌসুমী বায়ু ঋতুতে
খ. শীতকালে
গ. মৌসুমী বায়ু ঋতুর পরবর্তী সময়ে
ঘ. প্রাক- মৌসুমী বায়ু ঋতুতে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন পর্যায়ে দুর্যোগের ক্ষতি মূল্যায়ন করা হয়?
ক. উদ্ধার পর্যায়ে
খ. প্রভাব পর্যায়ে
গ. সতর্কতা পর্যায়ে
ঘ. পুনর্বাসন পর্যায়ে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ঘূর্ণিঝড় ‘সিডর’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
ক. হিন্দি
খ. সিংহলী
গ. আরবি
ঘ. পশতু
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশের গড় বৃষ্টিপাতের পরিমাণ কত ?
ক. ১,৫০০ মি.মি.
খ. ২,০০০ মি.মি.
গ. ২,৩৭৫ মি.মি.
ঘ. ২,৫০০ মি.মি.
উত্তরঃ খ

প্রশ্নঃ দূর্যোগ ব্যাবস্থাপনার বিভিন্ন কাজকে পর্যায়ক্রম অনুযায়ী সাজাতে হলে কোন কাজটি সর্বপ্রথম হবে?
ক. পুনর্বাসন
খ. ঝুঁকি চিহ্নিত করণ
গ. দূর্যোগ প্রশমন কর্মকান্ড
ঘ. দুর্যোগ প্রস্তুতি
উত্তরঃ খ

প্রশ্নঃ বজ্রপাতে বিশ্বে সবচেয়ে বেশি মানুষ মারা যায় কোন দেশে?
ক. ভারতে
খ. বাংলাদেশে
গ. মালদ্বীপে
ঘ. নেপালে
উত্তরঃ খ

আরো পড়ুন:

Share with your friends :
October 8, 2020

Join FB Group: amarStudy.com official

Anything wrong? Please send me a message here: Al-Amin Islam

0 responses on "বাংলাদেশ বিষয়াবলী-৩০"

  Leave a Message

  Your email address will not be published. Required fields are marked *

  amarstudy.com_logo

  কেন amarStudy.com?

  amarStudy.com এমন একটি ওয়েবসাইট যেখানে আপনি বিভিন্ন বিষয়ের উপরে অসংখ্যা MCQ পাবেন এবং মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে পারবেন। শুধু মডেল টেস্ট নয়, এখানে আপনি প্রতি মাসের সাম্প্রতিক ঘটনাবলি, বিভিন্ন শিক্ষামূলক ব্লগ এবং ইবুক পড়তে পারবেন। আমাদের সবথেকে বড় সুবিধা হলো এখানে আপনি পড়তে পারবেন, পড়া শেষ করে মডেল টেস্ট দিতে পারবেন এবং মডেল টেস্টের ফলাফল পেয়ে যাবেন সাথে সাথেই।

  Archives

  Categories

  error: Content is protected !!