Contact for queries :

চর্চা হবে অনলাইনে, যখন খুশি তখন

চর্চা হবে অনলাইনে, যখন খুশি তখন

চর্চা হবে অনলাইনে, যখন খুশি তখন

বাংলাদেশ বিষয়াবলী-৪২

সাধারণ জ্ঞান, বাংলাদেশ বিষয়াবলী, বাংলাদেশের গোয়েন্দা সংস্থা, প্রতিরক্ষা ও সশস্ত্র বাহিনী:

প্রশ্নঃ বাংলাদেশ রাইফেলস -এর পরিবর্তিত নাম –
ক. বর্ডার গার্ড বাংলাদেশ
খ. বর্ডার রাইফেলস গার্ড
গ. বর্ডার অপারেশন ফ্রন্ট
ঘ. বাংলাদেশ বর্ডার গার্ড
উত্তরঃ ক

প্রশ্নঃ নিচের কোথায় বাংলাদেশের একমাত্র মেরিন একাডেমী অবস্থিত ?
ক. ঢাকার সাভারে
খ. খুলনার রূপসায়
গ. চট্টগামের জলদিয়ায়
উত্তরঃ গ

প্রশ্নঃ বর্ডার গার্ড বাংলাদেশ (BGB) -এ প্রথম নারী সেনা নিয়োগ দেয়া হয় কোন সালে?
ক. ২০১২
খ. ২০১৪
গ. ২০১১
ঘ. ২০১৫
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলাদেশের নৌবাহিনীর সদরদপ্তর কোথায় ?
ক. ঢাকা
খ. চট্টগ্রাম
গ. যশোর
ঘ. খুলনা
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলাদেশে সেনাবাহিনীর সর্বোচ্চ পদ –
ক. জেনারেল
খ. লেফটেন্যান্ট জেনারেল
গ. ফিল্ড মার্শাল
ঘ. ভাইস-এডমিরাল
উত্তরঃ ক

প্রশ্নঃ বর্তমান আইন-শৃঙখলা রক্ষায় নবগঠিত র‍্যাব এর পূর্ব নাম কি ছিল ?
ক. সিআইডি
খ. র‍্যাট
গ. নিব
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশ সশস্ত্রবাহিনীর কোন পর্যায়ের উপাধি ‘অ্যাডমিরাল’ ?
ক. সেনাবাহিনী
খ. পুলিশ বাহিনী
গ. বিমানবাহিনী
ঘ. নৌবাহিনী
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলাদেশ বিমানবাহিনীর প্রধানের পদবি ‘এয়ার মার্শাল’ থেকে ‘এয়ার ভাইস মার্শাল’- এ উন্নীত করা হয় কবে?
ক. ১৭ জানুয়ারি ২০১৬
খ. ১৪ জানুয়ারি ২০১৬
গ. ১২ জানুয়ারি ২০১৬
ঘ. ৯ জানুয়ারি ২০১৬
উত্তরঃ ক

প্রশ্নঃ সেনাবাহিনীতে নিচের চারটি পদের কোনটি সর্বোচ্চ ?
ক. বিগ্রেডিয়ার জেনারেল
খ. লেফটেনেন্ট জেনারেল
গ. মেজর জেনারেল
ঘ. লেফটেনেন্ট কর্ণেল
উত্তরঃ খ

প্রশ্নঃ সামরিক শাসন জারি হলে জনগণের –
ক. সার্বভৌমত্ব থাকে না
খ. সার্বভৌমত্ব সংরক্ষিত থাকে
গ. সার্বভৌমত্ব উহ্য থাকে
ঘ. সার্বভৌমত্ব সংরক্ষিত থাকে না
উত্তরঃ গ

প্রশ্নঃ নিচের কোনটি বাংলাদেশের একটি প্রতিরক্ষা বাহিনী নয়? (Which one is not a Defence Service in Bangladesh ?)
ক. সেনাবাহিনী (Army)
খ. নৌবাহিনী (Navy)
গ. বিডিআর (BDR)
ঘ. None of these
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশের পুলিশ আইন প্রণিত হয় –
ক. ১৮৫৪ সালে
খ. ১৮৬১ সালে
গ. ১৯৪৭ সালে
ঘ. ২০০১ সালে
উত্তরঃ খ

প্রশ্নঃ বঙ্গ-ভারত উপমহাদেশের প্রথম পুলিশ ব্যবস্থা কে চালু করেন ?
ক. মিবার্ড
খ. সম্রাট আকবর
গ. লর্ড ক্যানিং
ঘ. সম্রাট শাহ্‌জাহান
উত্তরঃ গ

প্রশ্নঃ বর্তমানে (২০১৫) বাংলাদেশ সেনাবাহিনীর নতুন প্রধান কে?
ক. আবু বেলাল মোহাম্মদ শফিউল ইসলাম
খ. আবু এসরার
গ. ইকবাল করিম ভূইয়া
ঘ. মাসুদ রাজ্জাক
উত্তরঃ ক

প্রশ্নঃ পালকি, অরুণ আলো, আকাশপ্রদীপ, রাঙাপ্রভাত, মেঘদূত ও ময়ূরপঙ্খী এগুলো কি?
ক. বিমান বহরের উড়োজাহাজ
খ. বেগুনের কয়েকটি জাত
গ. নৌবহরের জাহাজ
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ক

প্রশ্নঃ পুলিশের ঘুষ ও দুর্নীতি নিয়ন্ত্রণের জন্য যে সেল গঠন করা হয়েছে তার নাম কি ?
ক. সেন্টাল ইন্টেলিজেন্স
খ. সিকিউরিটি সেল
গ. র‍্যাট
ঘ. কাউন্টার ইন্টেলিজেন্স
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ১০ জানুয়ারি ২০১৬ বাংলাদেশ নৌবাহিনীতে কোন দুটি যুদ্ধজাহাজ যুক্ত হয়?
ক. স্বাধীনতা ও পালকি
খ. প্রত্যয় ও অরুণ আলো
গ. স্বাধীনতা ও প্রত্যয়
ঘ. স্বাধীনতা ও মেঘদূত
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশের এয়ারফোর্স ট্রেনিং সেন্টার কোথায়?
ক. ঢাকা
খ. চট্টগ্রাম
গ. যশোর
ঘ. রাজশাহী
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশ ‘র‍্যাব’ -এর প্রতিশব্দ কি ?
ক. রেড আর্মি ব্রিগেড
খ. র‍্যাপিড আর্মি ব্যাটালিয়ন
গ. র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন
ঘ. র‍্যাপিড অ্যাকশন ব্রিগেড
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশের দেশরক্ষা বাহিনীর সংগঠন বিভক্ত –
ক. দু ভাগে
খ. পাঁচ ভাগে
গ. চার ভাগে
ঘ. তিন ভাগে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলাদেশ নৌবাহিনীর প্রথম রণতরীর নাম কি ?
ক. বিএনএস পদ্মা
খ. বিএনএস হাজী মহসীন
গ. বিএনএস বাশার
ঘ. বিএনএস ঈশা খাঁ
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলাদেশ ‘মিলিটারি একাডেমী’ কোথায় অবস্থিত ?
ক. চট্টগ্রামের জলদিয়াতে
খ. চট্টগ্রামের ভাটিয়ারীতে
গ. ঢাকার কুর্মিটোলায়
ঘ. রাজশাহীর সারদায়
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশ কোন সাল থেকে শান্তিরক্ষা মিশনে কাজ করছে?
ক. ১৯৮২
খ. ১৯৮৮
গ. ১৯৭৫
ঘ. ১৯৭৯
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশের প্রথম নৌবহরের নাম –
ক. ঈশা খাঁ
খ. মোয়াজ্জেম
গ. বঙ্গবন্ধু
ঘ. তিতুমীর
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশ নৌবাহিনীর বর্তমান (২০১৬) প্রধান কে?
ক. মুহাম্মদ ফরিদ হাবিব
খ. জহির উদ্দিন আহমেদ
গ. এম হাসান আলী খান
ঘ. মোহাম্মদ নিজাম উদ্দিন আহমেদ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলাদেশ বিমানবাহিনীর প্রথম এয়ার চিফ মার্শাল কে?
ক. আবু এসরার
খ. মোহাম্মদ ইনামুল বারি
গ. শাহ মোহাম্মদ জিয়াউর রহমান
ঘ. ফখরুল আজম
উত্তরঃ ক

প্রশ্নঃ ১২ জানুয়ারি ২০১৬ বিমান বহরে যুক্ত হয় কোন দুটি উড়োজাহাজ?
ক. পালকি ও অরুণ আলো
খ. পালকি ও মেঘদূত
গ. মেঘদূত ও ময়ূরপঙ্খী
ঘ. ময়ূরপঙ্খী ও অরুণ আলো
উত্তরঃ গ

প্রশ্নঃ জাহানাবাদ সেনানিবাস কোন জেলায় ?
ক. রাজশাহী
খ. চট্টগ্রাম
গ. সিলেট
ঘ. খুলনা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলাদেশ বিমানবাহিনী প্রধানের বর্তমান (২০১৬) পদবি কি?
ক. মার্শাল অব দ্য এয়ারফোর্স
খ. এয়ার চিফ মার্শাল
গ. এয়ার মার্শাল
ঘ. এয়ার ভাইস মার্শাল
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশের রাষ্ট্রপতির ব্যক্তিগত নিরাপত্তা বাহিনীর নাম কি ?
ক. প্রেসিডেন্টস গার্ড রেজিমেন্ট
খ. প্রেসিডেন্টস গার্ড ব্যাটালিয়ন
গ. প্রেসিডেন্টস গার্ড ফোর্স
ঘ. প্রেসিডেন্টস সিকিউরিটি ফোর্স
উত্তরঃ ক

আরো পড়ুন:

Share with your friends :
October 8, 2020

Join FB Group: amarStudy.com official

Anything wrong? Please send me a message here: Al-Amin Islam

0 responses on "বাংলাদেশ বিষয়াবলী-৪২"

  Leave a Message

  Your email address will not be published. Required fields are marked *

  amarstudy.com_logo

  কেন amarStudy.com?

  amarStudy.com এমন একটি ওয়েবসাইট যেখানে আপনি বিভিন্ন বিষয়ের উপরে অসংখ্যা MCQ পাবেন এবং মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে পারবেন। শুধু মডেল টেস্ট নয়, এখানে আপনি প্রতি মাসের সাম্প্রতিক ঘটনাবলি, বিভিন্ন শিক্ষামূলক ব্লগ এবং ইবুক পড়তে পারবেন। আমাদের সবথেকে বড় সুবিধা হলো এখানে আপনি পড়তে পারবেন, পড়া শেষ করে মডেল টেস্ট দিতে পারবেন এবং মডেল টেস্টের ফলাফল পেয়ে যাবেন সাথে সাথেই।

  Archives

  Categories

  error: Content is protected !!