Contact for queries :

চর্চা হবে অনলাইনে, যখন খুশি তখন

চর্চা হবে অনলাইনে, যখন খুশি তখন

চর্চা হবে অনলাইনে, যখন খুশি তখন

বাংলাদেশ বিষয়াবলী-৪৩

প্রশ্নঃ বাংলাদেশ নেভাল একাডেমী কোথায় অবস্থিত?
ক. পতেঙ্গা
খ. মংলা
গ. কক্সবাজার
ঘ. কুয়াকাটা
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলাদেশে প্রথম সামরিক আইন কে জারি করেন ?
ক. আবু সাইদ
খ. খোন্দকার মোস্তাক আহমেদ
গ. জিয়াউর রহমান
ঘ. মোহাম্মদ উল্লাহ
উত্তরঃ খ

প্রশ্নঃ পুলিশ সপ্তাহের প্যারেডে নেতৃত্ব দেয়া প্রথম নারী কে?
ক. কামরুন্নাহার
খ. শামসুন্নাহার
গ. ফয়জুন্নাহার
ঘ. ফজিলাতুন নেসা
উত্তরঃ খ

প্রশ্নঃ বর্তমানে (২০১৫) বাংলাদেশ বিমানবাহিনীর নতুন প্রধান কে?
ক. আবুল হোসাইন
খ. এম নাঈম হাসান
গ. আবু এসরার
ঘ. এম সানাউল হক
উত্তরঃ গ

প্রশ্নঃ কখন বাংলাদেশের ঘৃণ্যতম বিডিআর বিদ্রোহ সংঘটিত হয়?
ক. ২৩-২৪ জানুয়ারি, ২০০৯
খ. ২৩-২৪ ফেব্রুয়ারি, ২০০৯
গ. ২৫-২৬ ফেব্রুয়ারি, ২০০৯
ঘ. ২৫-২৬ মার্চ, ২০০৯
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন আইন সংস্কার করে র‍্যাব(RAB) গঠন করা হয়?
ক. ডিএমপি এ্যাক্ট ১৯৭৬
খ. র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এ্যাক্ট ২০০৩
গ. ডি,বি, পুলিশ এ্যাক্ট ১৯৮৩
ঘ. আর্মড পুলিশ ব্যাটালিয়ন এ্যাক্ট ১৯৭৯
উত্তরঃ ঘ

প্রশ্নঃ র‍্যাব গঠনের লক্ষ্যে আইন পাস হয় কত তারিখে ?
ক. ১৬ জুলাই, ২০০২
খ. ৯ জুলাই, ২০০৩
গ. ৯ জুলাই, ২০০৪
ঘ. ১৬ জুলাই, ২০০৫
উত্তরঃ খ

প্রশ্নঃ ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোর রাত পর্যন্ত বাংলাদেশের সেনাবাহিনী প্রধান কে ছিলেন ?
ক. মেজর জেনারেল জিয়াউর রহমান
খ. মেজর জেনারেল মঞ্জুর
গ. মেজর জেনারেল এ, কে, এম শফিউল্লাহ
ঘ. মেজর জেনারেল এইচ, এম এরশাদ
উত্তরঃ গ

প্রশ্নঃ নিচের কোনটি বাংলাদেশের একটি প্রতিরক্ষা বাহিনী? (Which one is a Defence Service in Bangladesh ?)
ক. সেনাবাহিনী (Army)
খ. পুলিশ (Police)
গ. বিডিআর (BDR)
ঘ. ফায়ার ব্রিগেড (Fire Brigade)
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলাদেশে রাইফেলস -এর সর্বপ্রথম গঠনকালীন নাম কি ছিল ?
ক. বেঙ্গল ফ্রন্টিয়ারস ফোর্স
খ. আসাম বেঙ্গল ফ্রন্টিয়ারস ফোর্স
গ. ইস্ট পাকিস্তান রাইফেলস
ঘ. রামগড় লোকাল ব্যাটেলিয়ন
উত্তরঃ ঘ

সাধারণ জ্ঞান, বাংলাদেশ বিষয়াবলী, বাংলাদেশের ছিটমহল ও সীমান্তবর্তী এলাকা:

প্রশ্নঃ তিনবিঘা করিডোরের আয়তন কত ?
ক. ১৭৮ ×৮৫ মিটার
খ. ১৮৩ ×৮৭ মিটার
গ. ১৮৭ ×৯৩ মিটার
ঘ. ১৭৫ ×৭১ মিটার
উত্তরঃ ক

প্রশ্নঃ ভারতের অভ্যন্তরে বাংলাদেশের ছিটমহলগুলো কোন অঞ্চলে অবস্থিত?
ক. মেঘালয়
খ. কুচবিহার
গ. মিজোরাম
ঘ. ত্রিপুরা
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশের ভিতরে ভারতের কতগুলো ছিটমহল আছে ?
ক. ৯৯টি
খ. ১০৫টি
গ. ১১১টি
ঘ. ১২২টি
উত্তরঃ গ

প্রশ্নঃ মায়ানমারের সাথে বাংলাদেশের কয়টি জেলার সীমান্ত আছে?
ক. ২টি
খ. ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি
উত্তরঃ খ

প্রশ্নঃ তামাবিল সীমান্তের সাথে ভারতের কোন শহরটি অবস্থিত?
ক. করিমগঞ্জ
খ. খোয়াই
গ. পেট্রাপল
ঘ. ডাউকি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ১৩ জানুয়ারি ২০১৪ দেশের তৃতীয় সীমান্ত হাট কোথায় উদ্বোধন করা হয়?
ক. ছাগলনাইয়া, ফেনী
খ. সোনামসজিদ, চাঁপাই নবাবগঞ্জ
গ. বেনাপোল, যশোর
ঘ. হিলি, দিনাজপুর
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন জেলা রৌমারী ও বড়াইবাড়ি সীমান্তে অবস্থিত ?
ক. নীলফামারী
খ. কুড়িগ্রাম
গ. দিনাজপুর
ঘ. বগুড়া
উত্তরঃ খ

প্রশ্নঃ বিলোনিয়া সীমান্ত কোন জেলার অন্তর্গত?
ক. সাতক্ষীরা
খ. যশোহর
গ. ফেনী
ঘ. সিলেট
উত্তরঃ গ

প্রশ্নঃ ভারত ও মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কয়টি?
ক. ভারত ৩১টি ও মিয়ানমার ২টি
খ. ভারত ৩০টি ও মিয়ানমার ২টি
গ. ভারত ৩২টি ও মিয়ানমার ১টি
ঘ. ভারত ৩০টি ও মিয়ানমার ৩টি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ আঙ্গরপোতা ও দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত?
ক. রংপুর
খ. নীলফামারী
গ. লালমনিরহাট
ঘ. দিনাজপুর
উত্তরঃ গ

প্রশ্নঃ ভারতের ছিটমহল নেই ?
ক. লালমনিরহাটে
খ. রংপুরে
গ. কুড়িগ্রামে
ঘ. নীলফামারীতে
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশের কোন জেলাটি বাংলাদেশ-ভারত সীমান্তের মধ্যে নয়?
ক. পঞ্চগড়
খ. সাতক্ষীরা
গ. হবিগঞ্জ
ঘ. কক্সবাজার
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন স্থানটি বাংলাদেশের ছিটমহল ?
ক. তিন বিঘা করিডোর
খ. দহগ্রাম
গ. জাফলং
ঘ. রৌমারী
উত্তরঃ খ

প্রশ্নঃ ৭ জানুয়ারি ২০১৫ মালামাল আমদানি-রপ্তানির উদ্দেশ্যে কোন স্থান কে স্থল শুল্ক স্টেশন ঘোষণা করা হয়?
ক. সোনামসজিদ, চাঁপাই নবাবগঞ্জ
খ. বেনাপোল, যশোর
গ. পানগাঁও, ঢাকা
ঘ. পতেঙ্গা, চট্টগ্রাম
উত্তরঃ গ

প্রশ্নঃ ভারতের কতটি ‘ছিটমহল’ বাংলাদেশের ভৌগলিক সীমায় অন্তর্ভুক্ত হয়েছে?
ক. ১৬২টি
খ. ১১১টি
গ. ৫১টি
ঘ. ১০১টি
উত্তরঃ খ

প্রশ্নঃ দেশের ভাসমান এলএনজি টার্মিনাল কোথায় স্থাপিত হচ্ছে?
ক. কালুরঘাট, চট্টগ্রাম
খ. বেনাপোল, যশোর
গ. মহেশখালী, কক্সবাজার
ঘ. হিলি, দিনাজপুর
উত্তরঃ গ

প্রশ্নঃ দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত?
ক. নীলফামারী
খ. কুড়িগ্রাম
গ. লালমনিরহাট
ঘ. দিনাজপুর
উত্তরঃ গ

আরো পড়ুন:

Share with your friends :
October 8, 2020

Join FB Group: amarStudy.com official

Anything wrong? Please send me a message here: Al-Amin Islam

0 responses on "বাংলাদেশ বিষয়াবলী-৪৩"

  Leave a Message

  Your email address will not be published. Required fields are marked *

  amarstudy.com_logo

  কেন amarStudy.com?

  amarStudy.com এমন একটি ওয়েবসাইট যেখানে আপনি বিভিন্ন বিষয়ের উপরে অসংখ্যা MCQ পাবেন এবং মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে পারবেন। শুধু মডেল টেস্ট নয়, এখানে আপনি প্রতি মাসের সাম্প্রতিক ঘটনাবলি, বিভিন্ন শিক্ষামূলক ব্লগ এবং ইবুক পড়তে পারবেন। আমাদের সবথেকে বড় সুবিধা হলো এখানে আপনি পড়তে পারবেন, পড়া শেষ করে মডেল টেস্ট দিতে পারবেন এবং মডেল টেস্টের ফলাফল পেয়ে যাবেন সাথে সাথেই।

  Archives

  Categories

  error: Content is protected !!