Contact for queries :

চর্চা হবে অনলাইনে, যখন খুশি তখন

চর্চা হবে অনলাইনে, যখন খুশি তখন

চর্চা হবে অনলাইনে, যখন খুশি তখন

বাংলাদেশ বিষয়াবলী-৪৬

প্রশ্নঃ যে জেলায় হাজংদের বসবাস নেই-
ক. শেরপুর
খ. ময়মনসিংহ
গ. সিলেট
ঘ. নেত্রকোনা
উত্তরঃ গ

প্রশ্নঃ বিশ্ব জনসংখ্যা রিপোর্ট ২০১৭ অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত?
ক. ১.৪%
খ. ১.৩%
গ. ১.২%
ঘ. ১.১%
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলাদেশে প্রথম হিমায়িত ভ্রুণ শিশুর নাম কি?
ক. সিস্ফরা
খ. অপ্সরা
গ. ফ্লোরা
ঘ. টুম্পা
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশে কয়টি পরমাণু চিকিৎসা কেন্দ্র আছে ?
ক. ১০ টি
খ. ১৩ টি
গ. ১২টি
ঘ. ২০ টি
উত্তরঃ খ

প্রশ্নঃ পঞ্চম আদমশুমারি অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংখ্যা কত?
ক. ৭৫,৫৮,০১৭ জন
খ. ৭৭,৫৮,৩৫০ জন
গ. ৭৮,২৬,২৫০ জন
ঘ. ৭৫,৫৮,০২৫ জন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষামূলকভাবে সপ্তম শ্রেণি চালু করা হয় কবে?
ক. ১ জানুয়ারি ২০১১
খ. ১ এপ্রিল ২০১৫
গ. ১ জানুয়ারি ২০১৪
ঘ. ১ জানুয়ারি ২০১০
উত্তরঃ গ

প্রশ্নঃ জাতীয় সংসদে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ বিল ২০১৬ পাস হয় কবে?
ক. ১০ জুলাই ২০১৬
খ. ১৫ জুলাই ২০১৬
গ. ১৭ জুলাই ২০১৬
ঘ. ২২ জুলাই ২০১৬
উত্তরঃ গ

প্রশ্নঃ বর্তমানে (২০১৭) দেশের কোন জেলায় দারিদ্র্যের হার সর্বাধিক?
ক. মাগুরা
খ. বান্দরবান
গ. দিনাজপুর
ঘ. কুড়িগ্রাম
উত্তরঃ ঘ

প্রশ্নঃ তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিক চালু করা হয়-
ক. ১৩ হাজার ১২৫টি
খ. ১৩ হাজার ১৩০টি
গ. ১৩ হাজার ১৩৬টি
ঘ. ১৩ হাজার ৭০৭টি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ পল্লী উন্নয়নকল্পে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচী কবে চালু হয় ?
ক. ১৯৭২ সালে
খ. ১৯৭৩ সালে
গ. ১৯৭৪ সালে
ঘ. ১৯৭৫ সালে
উত্তরঃ গ

প্রশ্নঃ সরকারী হিসেব মতে বাংলাদেশীদের গড় আয়ু-
ক. ৬৫.৪ বছর
খ. ৬৭.৫ বছর
গ. ৭০.৮ বছর
ঘ. ৭৩.৭ বছর
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশে কতটি সরকারী বিশ্ববিদ্যালয় আছে ?
ক. ১৪ টি
খ. ২৪ টি
গ. ৩৪ টি
ঘ. ৫০ টি
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশের ইউনিয়ন পর্যায়ে সরকারী হাসপাতালের নাম –
ক. সরকারী হাসপাতাল
খ. স্বাস্থ্যকেন্দ্র
গ. পরিবার কল্যাণ কেন্দ্র
ঘ. ডাক্তার খানা
উত্তরঃ খ

প্রশ্নঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম উপাচার্য –
ক. ড. ওসমান গণি
খ. ড. মাহমুদ হাসান
গ. ড. মোয়াজ্জেম হোসেন
ঘ. স্যার এ. এফ. রহমান
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের প্রথম ও বর্তমান ভিসি কে?
ক. ড. মো. আবদুস সালাম
খ. ড. এ কে এম আবদুল বারী
গ. ড. রফিকুল ইসলাম
ঘ. ড. মুহাম্মদ আহসান উল্লাহ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি)-এর প্রথম এমেরিটাস অধ্যাপক কে?
ক. ড.শহীদ উল্লাহ তালুকদার
খ. ড. সাখাওয়াত হোসেন
গ. ড. এ এস মাহফুজুল বারী
ঘ. ড. এম এ সাত্তার মণ্ডল
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১৫ অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা কত?
ক. ১৬.৭৯ কোটি
খ. ১৫.৭৯ কোটি
গ. ১৪.৭৯ কোটি
ঘ. ১৩.৭৯ কোটি
উত্তরঃ খ

প্রশ্নঃ সর্বপ্রথম সোয়াইন ফ্লুর আক্রমণ দেখা যায় –
ক. ভারত
খ. থাইল্যান্ড
গ. চীন
ঘ. মেক্সিকো
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোনটি বার্ড ফ্লু ভাইরাস ?
ক. H-5 N-1
খ. B-3 F-3
গ. B-5 F-1
ঘ. B-4 F-2
উত্তরঃ ক

প্রশ্নঃ বর্তমানে (২০১৫) দেশে এইডস বা এইচআইভি রোগে আক্রান্তের হার কত?
ক. ০.৪%
খ. ০.৩%
গ. ০.১%
ঘ. ০.২%
উত্তরঃ গ

প্রশ্নঃ ভারতবর্ষে প্রথম আদমশুমারী হয় কোন সালে ?
ক. ১৯৭২
খ. ১৮৫০
গ. ১৮৭২
ঘ. ১৯০১
উত্তরঃ গ

প্রশ্নঃ এদেশে প্রথম কোন শিক্ষা কমিশন প্রাথমিক শিক্ষা কে অবৈতনিক, সার্বজনীন ও বাধ্যতামূলক করার জন্য সুপারিশ করে ?
ক. স্যাডলার কমিশন, ১৯৯৭
খ. সার্জেন্ট কমিশন, ১৯৪৪
গ. শরীফ কমিশন, ১৯৫৯
ঘ. কুদরত-ই-খুদা কমিশন, ১৯৭৪
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলাদেশে সরকার ‘প্রাথমিক শিক্ষা’ সবার জন্য নিশ্চত করার জন্য আগামী কত সালকে নির্ধারিত করেছে?
ক. ২০১০
খ. ২০১২
গ. ২০১৫
ঘ. ২০১৮
উত্তরঃ গ

প্রশ্নঃ প্রাথমিক বিদ্যালয় জরিপ ২০১৬ অনুযায়ী, প্রাথমিকে সবচেয়ে কম শিক্ষার্থী ঝড়ে পরে কোন জেলায়?
ক. ঢাকা
খ. ভোলা
গ. পটুয়াখালী
ঘ. চট্টগ্রাম
উত্তরঃ ঘ

প্রশ্নঃ EPI programme – এ অন্তর্ভূক্ত একটি টীকা –
ক. কলেরার বিরুদ্ধে
খ. টাইফয়েডের বিরুদ্ধে
গ. হেপাটাইটিস বি -এর বিরুদ্ধে
ঘ. হুপিং (Pertusis) কফের বিরুদ্ধে
উত্তরঃ গ, ঘ

প্রশ্নঃ বাংলাদেশের প্রথম হিমায়িত ভ্রুণ শিশুর জন্ম হয় –
ক. ২০ সেপ্টেম্বর, ২০০৮
খ. ২২ সেপ্টেম্বর, ২০০৮
গ. ১৯ সেপ্টেম্বর, ২০০৮
ঘ. ১২ সেপ্টেম্বর, ২০০৮
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১৬ অনুযায়ী স্বাক্ষরতার হার (৭+) কত?
ক. ৭৫%
খ. ৭০.২৫%
গ. ৬৪.৭৫%
ঘ. ৬২.৩%
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা সারাদেশে সম্প্রসারিত হয় কোন সালে?
ক. ১৯৯০ সালে
খ. ১৯৯৩ সালে
গ. ১৯৯৫ সালে
ঘ. ১৯৯৭ সালে
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা কখন থেকে চালু করা হয়?
ক. ১ জানুয়ারি, ১৯৮৯
খ. ১ জানুয়ারি, ১৯৯০
গ. ১ জানুয়ারি, ১৯৯১
ঘ. ১ জানুয়ারি, ১৯৯২
উত্তরঃ ঘ

প্রশ্নঃ খাদ্যের বিনিময়ে শিক্ষা কর্মসূচী কোন সালে চালু হয়?
ক. ১৯৯১
খ. ১৯৯২
গ. ১৯৯৩
ঘ. ১৯৯৪
উত্তরঃ গ

আরো পড়ুন:

Share with your friends :
October 8, 2020

Join FB Group: amarStudy.com official

Anything wrong? Please send me a message here: Al-Amin Islam

0 responses on "বাংলাদেশ বিষয়াবলী-৪৬"

  Leave a Message

  Your email address will not be published. Required fields are marked *

  amarstudy.com_logo

  কেন amarStudy.com?

  amarStudy.com এমন একটি ওয়েবসাইট যেখানে আপনি বিভিন্ন বিষয়ের উপরে অসংখ্যা MCQ পাবেন এবং মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে পারবেন। শুধু মডেল টেস্ট নয়, এখানে আপনি প্রতি মাসের সাম্প্রতিক ঘটনাবলি, বিভিন্ন শিক্ষামূলক ব্লগ এবং ইবুক পড়তে পারবেন। আমাদের সবথেকে বড় সুবিধা হলো এখানে আপনি পড়তে পারবেন, পড়া শেষ করে মডেল টেস্ট দিতে পারবেন এবং মডেল টেস্টের ফলাফল পেয়ে যাবেন সাথে সাথেই।

  Archives

  Categories

  error: Content is protected !!