Contact for queries :

চর্চা হবে অনলাইনে, যখন খুশি তখন

চর্চা হবে অনলাইনে, যখন খুশি তখন

চর্চা হবে অনলাইনে, যখন খুশি তখন

বাংলাদেশ বিষয়াবলী-৪৮

প্রশ্নঃ বাংলাদেশের সরকারী মেডিকেলের সংখ্যা কত?
ক. ৮
খ. ১০
গ. ১২
ঘ. ২১
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপকের বয়সসীমা নিযুক্ত হওয়ার পর নিযুক্ত ব্যাক্তির কত বছর বয়স পর্যন্ত?
ক. আজীবন
খ. ৬৫ বছর
গ. ৮৬ বছর
ঘ. ৭৬ বছর
উত্তরঃ ঘ

প্রশ্নঃ দেশের নবম সাধারণ শিক্ষা বোর্ড কোনটি?
ক. রংপুর
খ. খুলনা
গ. ফরিদপুর
ঘ. ময়মনসিংহ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বর্তমানে (২০১৭) দেশে মোট শিক্ষা বোর্ড কতটি?
ক. ৮টি
খ. ১২টি
গ. ১০টি
ঘ. ১১টি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ প্রাথমিক বিদ্যালয় জরিপ ২০১৬ অনুযায়ী, প্রাথমিকে সবচেয়ে বেশি শিক্ষার্থী ঝড়ে পরে কোন জেলায়?
ক. নোয়াখালী
খ. ভোলা
গ. গাইবান্ধা
ঘ. কক্সবাজার
উত্তরঃ গ

প্রশ্নঃ বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন ২০০৯ অনুযায়ী জনসংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম?
ক. ৭ম
খ. ৮ম
গ. ৯ম
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (BUET) প্রতিষ্ঠিত হয় –
ক. ১৯৪৭ সালে
খ. ১৯৫০ সালে
গ. ১৯৬১ সালে
ঘ. ১৯৬২ সালে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী সহ-উপাচার্য কে?
ক. অধ্যাপক আনোয়ারা বেগম
খ. অধ্যাপক ফারজানা বেগম
গ. অধ্যাপক শিরিন আখতার
ঘ. অধ্যাপক জেসমিন আরা সুলতানা
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১৫ অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব (প্রতি বর্গ কি.মি.) কত?
ক. ১২৫০
খ. ১১২৫
গ. ১০৩৫
ঘ. ১০২৫
উত্তরঃ গ

প্রশ্নঃ জাতীয় বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত ?
ক. চট্টগ্রামে
খ. সাভারে
গ. ঢাকায়
ঘ. গাজীপুরে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রথম উপাচার্য কে?
ক. মমতাজ উদ্দিন
খ. সাজ্জাদ হোসেন
গ. শামসুল হক
ঘ. ইতরাত হোসেন জুবেরী
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন পাস হয় –
ক. ১৯৯২ সালে
খ. ১৯৯১ সালে
গ. ১৯৯০ সালে
ঘ. ১৯৮৯ সালে
উত্তরঃ গ

প্রশ্নঃ বিশ্ব জনসংখ্যা রিপোর্ট ২০১৭ অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা কত?
ক. ১৬.৪৭ কোটি
খ. ১৬.২৫ কোটি
গ. ১৬.১৭ কোটি
ঘ. ১৬.৩৭ কোটি
উত্তরঃ ক

প্রশ্নঃ বিশ্ব জনসংখ্যা রিপোর্ট ২০১৭ অনুযায়ী জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম?
ক. অষ্টম
খ. সপ্তম
গ. নবম
ঘ. দশম
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলাদেশের শিক্ষা কয়টি স্তরবিশিষ্ট?
ক. দুই স্তর
খ. তিন স্তর
গ. চার স্তর
ঘ. পাঁচ স্তর
উত্তরঃ গ

প্রশ্নঃ বর্তমানে বাংলাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয় কতটি?
ক. ৩৩ টি
খ. ৩৮ টি
গ. ৩৭ টি
ঘ. ৩৫ টি
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশের একমাত্র খাদ্য ও পুষ্টি ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
ক. ঢাকা বিশ্ববিদ্যালয়
খ. ঢাকা সায়েন্স ল্যাবরেটরিতে
গ. গার্হস্থ্য অর্থনীতি কলেজ, ঢাকা
ঘ. গার্হস্থ্য অর্থনীতি কলেজ, রাজশাহী
উত্তরঃ ক

প্রশ্নঃ রাজশাহী বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় কত সালে?
ক. ১৯৫২
খ. ১৯৫৩
গ. ১৯৫৪
ঘ. ১৯৫৫
উত্তরঃ খ

প্রশ্নঃ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় গ্রেডিং পদ্ধতি চালু হয় কোন সালে?
ক. ২০০০
খ. ২০০২
গ. ২০০৩
ঘ. ২০০১
উত্তরঃ গ

প্রশ্নঃ নতুন প্রস্তাবিত দুটি মেডিকেল বিশ্ববিদ্যালয় কোথায় স্থাপিত হচ্ছে?
ক. রাজশাহী ও পাবনা
খ. পাবনা ও চট্টগ্রাম
গ. পাবনা ও বরিশাল
ঘ. রাজশাহী ও চট্টগ্রাম
উত্তরঃ ঘ

প্রশ্নঃ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে?
ক. ১৯৯১ সালে
খ. ১৯৯২ সালে
গ. ১৯৯৩ সালে
ঘ. ১৯৯৬ সালে
উত্তরঃ খ

প্রশ্নঃ চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে?
ক. অধ্যাপক ডা. কামরুল হাসান খান
খ. অধ্যাপক ডা. আনোয়ার হোসেন
গ. অধ্যাপক ডা. ইসমাইল খান
ঘ. অধ্যাপক ডা. মাসুম হাবিব
উত্তরঃ গ

প্রশ্নঃ ১৯৭৪ সালের শিক্ষা কমিশনের চেয়ারম্যান –
ক. মফিজ ঊদ্দিন
খ. শামসুল হক
গ. কুদরত-ই-খুদা
ঘ. কেহই নন
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘একমুখী শিক্ষা কার্যক্রম’ এর সুপারিশ করেছে কোন কমিশন?
ক. মফিজ কমিশন
খ. শামসুল হক কমিশন
গ. মনিরুজ্জামান মিয়া কমিশন
ঘ. কুদরত-ই-খুদা শিক্ষা কমিশন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলাদেশে Infrant mortality rate (2017) –
ক. ২৯
খ. ৩৫
গ. ৫০
ঘ. ৭০
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলাদেশে প্রাথমিক শিক্ষা আইন জারি করা হয় কবে ?
ক. ১৯৭৩
খ. ১৯৭৪
গ. ১৯৭৫
ঘ. ১৯৭৬
উত্তরঃ খ

প্রশ্নঃ নিচের কোন ব্যাক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক?
ক. সুলতানা সারওয়াত আরা জামান ও আনিসুজ্জামান
খ. সিরাজুল ইসলাম চৌধুরী ও নাজমা চৌধুরী
গ. এ কে আজাদ চৌধুরী, আবদুল জাব্বার ও আবদুল মতিন
ঘ. ওপরের সকলে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়?
ক. ২০ আগস্ট, ২০০৫
খ. ২০ অক্টোবর, ২০০৫
গ. ২০ জুলাই, ২০০৫
ঘ. ২০ জুন, ২০০৫
উত্তরঃ খ

প্রশ্নঃ যে মহিলার নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম ছাত্রী নিবাস স্থাপিত হয় –
ক. শামসুন নাহার মাহমুদ
খ. বেগম ফয়জুন্নেসা
গ. বেগম রোকেয়া
ঘ. কেহই নন
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশে সর্বপ্রথম কোন মহিলা টেস্টটিউব শিশুর মা হন ?
ক. পারভীন ফাতেমা
খ. ফিরোজা বেগম
গ. রওশন জাহান
ঘ. কানিজ ফাতেমা
উত্তরঃ খ

আরো পড়ুন:

Share with your friends :
October 8, 2020

Join FB Group: amarStudy.com official

Anything wrong? Please send me a message here: Al-Amin Islam

0 responses on "বাংলাদেশ বিষয়াবলী-৪৮"

  Leave a Message

  Your email address will not be published. Required fields are marked *

  amarstudy.com_logo

  কেন amarStudy.com?

  amarStudy.com এমন একটি ওয়েবসাইট যেখানে আপনি বিভিন্ন বিষয়ের উপরে অসংখ্যা MCQ পাবেন এবং মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে পারবেন। শুধু মডেল টেস্ট নয়, এখানে আপনি প্রতি মাসের সাম্প্রতিক ঘটনাবলি, বিভিন্ন শিক্ষামূলক ব্লগ এবং ইবুক পড়তে পারবেন। আমাদের সবথেকে বড় সুবিধা হলো এখানে আপনি পড়তে পারবেন, পড়া শেষ করে মডেল টেস্ট দিতে পারবেন এবং মডেল টেস্টের ফলাফল পেয়ে যাবেন সাথে সাথেই।

  Archives

  Categories

  error: Content is protected !!