Contact for queries :

চর্চা হবে অনলাইনে, যখন খুশি তখন

চর্চা হবে অনলাইনে, যখন খুশি তখন

চর্চা হবে অনলাইনে, যখন খুশি তখন

বাংলাদেশ বিষয়াবলী-৫৮

প্রশ্নঃ অনলাইনে ইস্যুকৃত৯ ডিজিটের নিবন্ধন নম্বর বা ব্যবসায় সনাক্তকরণ সংখ্যা (BIN) কর্যকর হবে কবে থেকে?
ক. ২৫ জুন ২০১৭
খ. ১ জুলাই ২০১৭
গ. ৩১ মে ২০১৭
ঘ. ৩০ এপ্রিল ২০১৭
উত্তরঃ খ

প্রশ্নঃ বর্তমানে (২০১৫) মন্ত্রীসভার সদস্য কতজন?
ক. ৫৫
খ. ৪৮
গ. ৫৩
ঘ. ৪৫
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশের ফৌজদারী কার্যবিধি প্রণীত হয় –
ক. ১৯৯০ সালে
খ. ১৮৯৮ সালে
গ. ১৯৪৭ সালে
ঘ. ১৭৭৩ সালে
উত্তরঃ খ

প্রশ্নঃ তৎকালীন পূর্ব বাংলার আইনসভা অবস্থিত ছিল ?
ক. শেরে বাংলা নগরে
খ. জগন্নাথ হলে
গ. তেজগাঁয়ে
ঘ. জগন্নাথ কলেজে
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশের বর্তমান জাতীয় সংসদ হলো –
ক. ৭ম
খ. ৬ষ্ঠ
গ. ৮ম
ঘ. ৯ম
উত্তরঃ ঘ

প্রশ্নঃ স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা নিবন্ধীকরণ ও নিয়ন্ত্রণ আইন পাস হয় কবে?
ক. ১৯৪৮ সালে
খ. ১৯৫২ সালে
গ. ১৯৫৮ সালে
ঘ. ১৯৬১ সালে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলাদেশ সিভিল সার্ভিসের ক্যাডার সংখ্যা-
ক. ২৬
খ. ২৭
গ. ২৮
ঘ. ৩১
উত্তরঃ ক

প্রশ্নঃ যৌতুক নিরোধ আইন প্রণয়ন করা হয় কত সালে?
ক. ১৯৮০
খ. ১৯৬১
গ. ১৯৫৫
ঘ. ১৯৪৮
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিল ২০১৭ জাতীয় সংসদে পাস হয় কবে?
ক. ৫ মে ২০১৭
খ. ৩ মে ২০১৭
গ. ৪ মে ২০১৭
ঘ. ৬ মে ২০১৭
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশের প্রথম নির্বাচন কোন সালে অনুষ্ঠিত হয় ?
ক. ১৯৭১
খ. ১৯৭২
গ. ১৯৭৩
ঘ. ১৯১৭
উত্তরঃ গ

প্রশ্নঃ প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের শপথ বাক্য পাঠ করান কে?
ক. আপিল বিভাগের বিচারপতি
খ. প্রধান বিচারপতি
গ. প্রধান মন্ত্রী
ঘ. রাষ্ট্রপতি
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন ১৯৯১ সালের কত তারিখে অনুষ্ঠিত হয়?
ক. ১৬ ফেব্রুয়ারী
খ. ২৭ ফেব্রুয়ারী
গ. ২ মার্চ
ঘ. ৪ মার্চ
উত্তরঃ খ

প্রশ্নঃ জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হয় সংবিধানের কত নং অনুচ্ছেদ অনুযায়ী–
ক. ২১(২)
খ. ৭৪(১)
গ. ২৮(২)খ
ঘ. ৭৮(১)
উত্তরঃ খ

প্রশ্নঃ জাতীয় সংসদে কাউন্টিং ভোট কি?
ক. সংসদ নেতার ভোট
খ. হুইপের ভোট
গ. স্পীকারের ভোট
ঘ. রাষ্ট্রপতির ভোট
উত্তরঃ গ

প্রশ্নঃ বর্তমানে প্রচলিত কোম্পানি অ্যাক্ট আইন কোন সালে প্রণীত হয় ?
ক. ১৯১৩
খ. ১৮৮১
গ. ১৯৩২
ঘ. ১৯৯১
ঙ. ১৯৯৪
উত্তরঃ ঙ

প্রশ্নঃ বর্তমানে (২০১৬) রাষ্ট্রপতির বেতন কত?
ক. ১ লাখ ১৫ হাজার টাকা
খ. ১ লাখ ২৫ হাজার টাকা
গ. ১ লাখ ২০ হাজার টাকা
ঘ. ১ লাখ ১০ হাজার টাকা
উত্তরঃ গ

প্রশ্নঃ দেশের কোন এলাকাতেই ভোটার হননি এমন ব্যক্তি সংসদ নির্বাচনে-
ক. সংশ্লিষ্ট দলীয় কর্তৃপক্ষের অনুমতিক্রমে প্রার্থী হতে পারবেন
খ. কোনক্রমেই প্রার্থী হতে পারবেন না
গ. আইন মন্ত্রণালয়ের অনুমতিক্রমে প্রার্থী হতে পারবেন
ঘ. নির্বাচন কমিশনের অনুমতিক্রমে প্রার্থী হতে পারবেন
উত্তরঃ খ

প্রশ্নঃ জাতীয় সংসদে ‘স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুমদখল বিল ২০১৭’ পাস হয় কবে?
ক. ২৫ মে ২০১৭
খ. ১০ জুলাই ২০১৭
গ. ১১ সেপ্টেম্বর ২০১৭
ঘ. ১৪ সেপ্টেম্বর ২০১৭
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলাদেশের জাতীয় সংসদে সর্বপ্রথম কোন বিদেশী রাষ্ট্রপ্রধান ভাষণ প্রদান করেন ?
ক. ভারতীয় রাষ্ট্রপ্রধান
খ. যুগোশ্লাভিয়ার রাষ্ট্রপ্রধান
গ. শ্রীলংকার রাষ্ট্রপ্রধান
ঘ. মালদ্বীপের রাষ্ট্রপ্রধান
উত্তরঃ খ

প্রশ্নঃ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ২০১৬ জাতীয় সংসদে পাস হয় কবে?
ক. ১০ মে ২০১৬
খ. ৮ মে ২০১৬
গ. ৫ মে ২০১৬
ঘ. ৩ মে ২০১৬
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলাদেশে প্রথম গণভোট অনুষ্ঠিত হয় কোন সালে –
ক. ১৯৭৬
খ. ১৯৭৭
গ. ১৯৭৮
ঘ. ১৯৭৯
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র আইন, ২০১৫’ জাতীয় সংসদে পাস হয় কবে?
ক. ১০ সেপ্টেম্বর ২০১৫
খ. ১২ সেপ্টেম্বর ২০১৫
গ. ৮ সেপ্টেম্বর ২০১৫
ঘ. ৭ সেপ্টেম্বর ২০১৫
উত্তরঃ গ

প্রশ্নঃ চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ২০১৬ জাতীয় সংসদে পাস হয় কবে?
ক. ১০ মে ২০১৬
খ. ৮ মে ২০১৬
গ. ৫ মে ২০১৬
ঘ. ৩ মে ২০১৬
উত্তরঃ ঘ

প্রশ্নঃ জনগণের সরাসরি ভোটে বাংলাদেশে প্রথম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে ?
ক. ১৯৭৩ সালে
খ. ১৯৭৮ সালে
গ. ১৯৭১ সালে
ঘ. ১৯৮২ সালে
উত্তরঃ খ

প্রশ্নঃ অষ্টম জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় কোন মাসের কত তারিখে?
ক. ১০ অক্টোবর, ২০০১
খ. ২৮ অক্টোবর, ২০০১
গ. ১ নভেম্বর, ২০০১
ঘ. ১৫ নভেম্বর, ২০০১
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশে কোম্পানি অ্যাক্ট সংশোধিত হয় – (In Bangladesh, the Companies Act was amended in -)
ক. 1913
খ. 1986
গ. 1992
ঘ. 1995
ঙ. 1994
উত্তরঃ ঙ

প্রশ্নঃ বাংলাদেশের সর্বশেষ ভূমি অর্ডিন্যান্স কোন সালে করা হয় ?
ক. ১৯৮০
খ. ১৯৮৪
গ. ১৯৮৬
ঘ. ১৯৯০
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশে ‘বিশেষ ক্ষমতা আইন’ কত সালে প্রণীত হয়েছিল?
ক. ১৯৭২
খ. ১৯৭৪
গ. ১৯৭৫
ঘ. ১৯৭৭
উত্তরঃ খ

প্রশ্নঃ জাতীয় সংসদে বেসামরিক বিমান চলাচল বিল, ২০১৭ পাস হয় কবে?
ক. ১৫ জুলাই, ২০১৭
খ. ১৮ জুলাই, ২০১৭
গ. ১১ জুলাই, ২০১৭
ঘ. ১২ জুলাই, ২০১৭
উত্তরঃ গ

প্রশ্নঃ জাতীয় সংসদ ভবনের স্থপতি কে? (Who is the architect of the Parliament building of Bangladesh?)
ক. John Homes
খ. Louis I Kahn
গ. Frank Loyed wright
ঘ. Shomen Saha
উত্তরঃ খ

আরো পড়ুন:

Share with your friends :
October 8, 2020

Join FB Group: amarStudy.com official

Anything wrong? Please send me a message here: Al-Amin Islam

0 responses on "বাংলাদেশ বিষয়াবলী-৫৮"

  Leave a Message

  Your email address will not be published. Required fields are marked *

  amarstudy.com_logo

  কেন amarStudy.com?

  amarStudy.com এমন একটি ওয়েবসাইট যেখানে আপনি বিভিন্ন বিষয়ের উপরে অসংখ্যা MCQ পাবেন এবং মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে পারবেন। শুধু মডেল টেস্ট নয়, এখানে আপনি প্রতি মাসের সাম্প্রতিক ঘটনাবলি, বিভিন্ন শিক্ষামূলক ব্লগ এবং ইবুক পড়তে পারবেন। আমাদের সবথেকে বড় সুবিধা হলো এখানে আপনি পড়তে পারবেন, পড়া শেষ করে মডেল টেস্ট দিতে পারবেন এবং মডেল টেস্টের ফলাফল পেয়ে যাবেন সাথে সাথেই।

  Archives

  Categories

  error: Content is protected !!