Contact for queries :

চর্চা হবে অনলাইনে, যখন খুশি তখন

চর্চা হবে অনলাইনে, যখন খুশি তখন

চর্চা হবে অনলাইনে, যখন খুশি তখন

বাংলাদেশ বিষয়াবলী-৭০

প্রশ্নঃ ৯ মে ২০১৬ NICAR-এর বৈঠকে ঢাকা জেলার কতটি ইউনিয়ন বিলুপ্ত করে ঢাকা মহানগরে যুক্ত করা হয়?
ক. ২০টি
খ. ১৮টি
গ. ১৬টি
ঘ. ১২টি
উত্তরঃ গ

প্রশ্নঃ কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হয় কবে?
ক. ২০১৩ সালে
খ. ২০১৪ সালে
গ. ২০১৫ সালে
ঘ. ২০১৬ সালে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বর্তমানে (২০১৫) দেশে পৌরসভার সংখ্যা কতটি?
ক. ৩২৫টি
খ. ৩২০টি
গ. ৩২২টি
ঘ. ৩১৯টি
উত্তরঃ খ

প্রশ্নঃ মন্ত্রীপরিষদ প্রধান কে ?
ক. রাষ্ট্রপতি
খ. প্রধানমন্ত্রী
গ. মন্ত্রীপরিষদ সচিব
ঘ. মুখ্য সচিব
উত্তরঃ খ

প্রশ্নঃ র‍্যাবের বর্তমান মহাপরিচালক কে?
ক. আনোয়ারুল ইকবাল
খ. বাহারুল আলম
গ. আবদুল আজিজ সরকার
ঘ. বেনজীর আহমেদ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বর্তমানে (২০১৬) ঢাকা উত্তর সিটি করপোরেশনের আয়তন কত?
ক. ১৬০.৭৬ বর্গ কিমি
খ. ১৫৮.৭৬ বর্গ কিমি
গ. ১৫৬.৭৬ বর্গ কিমি
ঘ. ১৫৪.৭৬ বর্গ কিমি
উত্তরঃ ক

প্রশ্নঃ দেশের ৩২৭তম পৌরসভার নাম কি?
ক. কর্ণফুলী (চট্টগ্রাম)
খ. তালতলী (বরগুনা)
গ. দোহাজারি (চট্টগ্রাম)
ঘ. গুইমারা (খাগড়াছড়ি)
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশের সর্ব উত্তরের থানার নাম কি ?
ক. টেকনাফ
খ. বাংলাবান্ধা
গ. শিবগঞ্জ
ঘ. তেঁতুলিয়া
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ১৪ সেপ্টেম্বর ২০১৫ কোন থানাটি সৃষ্টি করা হয়?
ক. দেবীগঞ্জ (পঞ্চগড়)
খ. নাজিরহাট (চট্টগ্রাম)
গ. চন্দ্রগঞ্জ (লক্ষীপুর)
ঘ. বাঙ্গারা (কুমিল্লা)
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলাদেশের কোন থানাকে ভেঙ্গে ৬৩৭তম থানা সৃষ্টি করা হয়?
ক. দেবীগঞ্জ (পঞ্চগড়)
খ. নাজিরহাট (চট্টগ্রাম)
গ. চন্দ্রগঞ্জ (লক্ষীপুর)
ঘ. মুরাদনগর (কুমিল্লা)
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বর্তমানে (২০১৬) দেশে সিনিয়র সচিব রয়েছেন কতজন?
ক. ১৪ জন
খ. ১৬ জন
গ. ১০ জন
ঘ. ১২ জন
উত্তরঃ ক

প্রশ্নঃ বর্তমানে নভেম্বর (২০১৭) পর্যন্ত বাংলাদেশের মোট উপজেলা কতটি?
ক. ৪৯০টি
খ. ৪৯৩টি
গ. ৪৯২টি
ঘ. ৪৯১টি
উত্তরঃ গ

প্রশ্নঃ বর্তমানে (২০১৫) দেশে বিভাগ কতটি?
ক. ১০টি
খ. ১২টি
গ. ৮টি
ঘ. ৯টি
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশের কোন শহরটিকে প্রথম ‘সাইবার সিটি’ বলা হয় ?
ক. সিলেট
খ. ঢাকা
গ. চট্টগ্রাম
ঘ. রাজশাহী
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলাদেশের সবচেয়ে ছোট ইউনিয়ন কোনটি ?
ক. সেন্ট মার্টিন
খ. লালপুর
গ. হিলি
ঘ. লালমোহন
উত্তরঃ ক

প্রশ্নঃ ২৯ ফেব্রুয়ারি ২০১৬ প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)- এর বৈঠকে কোন পৌরসভার অনুমোদন দেয়া হয়?
ক. ফুলতলা, খুলনা
খ. আলফাডাঙ্গা, ফরিদপুর
গ. ভান্ডারিয়া, পিরোজপুর
ঘ. বেতাগী, বরগুনা
উত্তরঃ খ

প্রশ্নঃ দেশের পঞ্চম নগর উন্নয়ন কর্তৃপক্ষ কোনটি?
ক. বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ
খ. নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ
গ. গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ
ঘ. কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বিচার বিভাগ পৃথকীকরণে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের কাছ থেকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটগণ দায়িত্ব নেন –
ক. হাইকোর্টের
খ. লেবার কোর্টের
গ. নিম্ন দেওয়ানি আদালতের
ঘ. নিম্ন ফৌজদারি আদালতের
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কেবলমাত্র সন্দেহের বশবর্তী হয়ে বিনা ওয়ারেন্টে পুলিশ কোন ধারায় যে কাউকে গ্রেফতাঁর করতে পারে ?
ক. ৫৪ ধারা
খ. ১৪৪ ধারা
গ. ৪২০ ধারা
ঘ. ১৬৪ ধারা
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলাদেশের আপিল বিভাগের মোট বিচারক কত জন?
ক. ১১
খ. ২১
গ. ৯
ঘ. ১৫
উত্তরঃ ক

প্রশ্নঃ দেশে বর্তমানে (২০১৬) ইউনিয়ন পরিষদের সংখ্যা কত?
ক. ৪৫৩৬টি
খ. ৪৫৫০টি
গ. ৪৪৫০টি
ঘ. ৪৫৪৫টি
উত্তরঃ ক

প্রশ্নঃ তেঁতুলিয়া কোন জেলায় অবস্থিত?
ক. দিনাজপুর
খ. পঞ্চগড়
গ. জয়পুরহাট
ঘ. লালমনিরহাট
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশে বর্তমানে কয় স্তরবিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা চালু আছে?
ক. ৩
খ. ৪
গ. ৫
ঘ. ৬
উত্তরঃ ক

প্রশ্নঃ স্থানীয় সরকারের কোন স্তরে মহিলাদের ব্যপক ক্ষমতায়নের সুযোগ রাখা হয়েছে ?
ক. ইউনিয়ন পরিষদ
খ. উপজেলা পরিষদ
গ. জেলা পরিষদ
ঘ. গ্রাম সরকার
উত্তরঃ ক

প্রশ্নঃ বরকল উপজেলা কোন জেলার অন্তর্গত ?
ক. খাগড়াছড়ি
খ. বান্দরবান
গ. রাঙামাটি
ঘ. চট্টগ্রাম
উত্তরঃ গ

প্রশ্নঃ FIR কার নিকট দায়ের করা যায় ?
ক. স্থানীয় ম্যাজিস্ট্রেট
খ. বিচারকারী আদালত
গ. স্থানীয় থানা
ঘ. কোনটিই নয়
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশের সবচেয়ে উত্তরে অবস্থিত স্থানের নাম? (Which one is the northern most tip of Bangladesh?)
ক. টেকনাফ (Teknaf)
খ. তেঁতুলিয়া (Tetulia)
গ. পঞ্চগড় (Panchagar)
ঘ. বাংলাবান্ধা (Banglabanda)
উত্তরঃ ঘ

প্রশ্নঃ সদ্য ঘোষিত তিতাস উপজেলা কোন জেলায় অবস্থিত?
ক. নোয়াখালী
খ. কুমিল্লা
গ. রংপুর
ঘ. সিলেট
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশে স্বাধীন বিচার বিভাগ গঠিত হয় কখন ?
ক. ১ নভেম্বর, ২০০৭
খ. ২ নভেম্বর, ২০০৭
গ. ১ ডিসেম্বর, ২০০৭
ঘ. ২ ডিসেম্বর, ২০০৭
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলাদেশের সর্বপশ্চিমে অবস্থিত জেলা –
ক. ঠাকুরগাঁও
খ. পঞ্চগড়
গ. নওয়াবগঞ্জ
ঘ. সাতক্ষীরা
উত্তরঃ গ

আরো পড়ুন:

Share with your friends :
October 8, 2020

Join FB Group: amarStudy.com official

Anything wrong? Please send me a message here: Al-Amin Islam

0 responses on "বাংলাদেশ বিষয়াবলী-৭০"

  Leave a Message

  Your email address will not be published. Required fields are marked *

  amarstudy.com_logo

  কেন amarStudy.com?

  amarStudy.com এমন একটি ওয়েবসাইট যেখানে আপনি বিভিন্ন বিষয়ের উপরে অসংখ্যা MCQ পাবেন এবং মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে পারবেন। শুধু মডেল টেস্ট নয়, এখানে আপনি প্রতি মাসের সাম্প্রতিক ঘটনাবলি, বিভিন্ন শিক্ষামূলক ব্লগ এবং ইবুক পড়তে পারবেন। আমাদের সবথেকে বড় সুবিধা হলো এখানে আপনি পড়তে পারবেন, পড়া শেষ করে মডেল টেস্ট দিতে পারবেন এবং মডেল টেস্টের ফলাফল পেয়ে যাবেন সাথে সাথেই।

  Archives

  Categories

  error: Content is protected !!