Contact for queries :

চর্চা হবে অনলাইনে, যখন খুশি তখন

চর্চা হবে অনলাইনে, যখন খুশি তখন

চর্চা হবে অনলাইনে, যখন খুশি তখন

বাংলাদেশ বিষয়াবলী-৭৫

প্রশ্নঃ সিলেট — প্রাচীন জনপদের অন্তর্গত-
ক. বঙ্গ
খ. পুণ্ড্র
গ. সমতট
ঘ. হরিকেল
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বরেন্দ্রভূমি নামে পরিচিত –
ক. ময়নামতি ও লালমাই পাহাড়
খ. মধুপুর ও ভাওয়াল গড়
গ. সুন্দরবন
ঘ. রাজশাহী বিভাগের উত্তর-পশ্চিমাংশের
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কুমিল্লার পূর্ব নাম কি?
ক. ত্রিপুরা
খ. জাহাঙ্গীরনগর
গ. নাসিরাবাদ
ঘ. ইসলামপুর
উত্তরঃ ক

প্রশ্নঃ নোয়াখালীর পূর্বনাম কি ছিল ?
ক. সুজানগর
খ. নাসিরাবাদ
গ. পূর্বাশা
ঘ. সুধারাম
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বরেন্দ্র বলতে কোন এলাকাকে বুঝায় ?
ক. উত্তর বঙ্গ
খ. পশ্চিমবঙ্গ
গ. উত্তর-পশ্চিমবঙ্গ
ঘ. দক্ষিণ-পূর্ববঙ্গ
উত্তরঃ গ

প্রশ্নঃ সমতট জনপদ কোথায় অবস্থিত ?
ক. রংপুর অঞ্চল
খ. খুলনা অঞ্চল
গ. কুমিল্লা অঞ্চল
ঘ. সিলেট অঞ্চল
উত্তরঃ গ

প্রশ্নঃ সিলেটের প্রাচীন নাম ছিল –
ক. শ্রীহট্ট
খ. জালালাবাদ
গ. শ্রীভূমি
ঘ. আফজালাবাদ
উত্তরঃ খ

প্রশ্নঃ প্রাচীন রাঢ় জনপদ অবস্থিত –
ক. বগুড়া
খ. কুমিল্লা
গ. বর্ধমান
ঘ. বরিশাল
উত্তরঃ গ

প্রশ্নঃ কোনটি ঢাকা বা চট্টগ্রাম বা সিলেটের অপর নাম নয় ?
ক. জাহাঙ্গীরনগর
খ. ইসলামাবাদ
গ. ইসলামপুর
ঘ. জালালাবাদ
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘সাগরকন্যা’ কোন এলাকার ভৌগলিক নাম?
ক. টেকনাফ
খ. কক্সবাজার
গ. খুলনা
ঘ. পটুয়াখালী
উত্তরঃ ঘ

প্রশ্নঃ প্রাচ্যের ডান্ডি নামে খ্যাত কোনটি ?
ক. মংলা
খ. চট্টগ্রাম
গ. নারায়ণগঞ্জ
ঘ. টঙ্গী
উত্তরঃ গ

প্রশ্নঃ বরিশালের প্রাচীন নাম কি ?
ক. জালালাবাদ
খ. চন্দ্রদ্বীপ
গ. বাকলা
ঘ. জঙ্গলবাড়ী
উত্তরঃ খ

প্রশ্নঃ ঢাকার প্রাচীন নাম কি ?
ক. জাহাঙ্গীরনগর
খ. ইসলামপুর
গ. সোনারগাঁ
ঘ. ঢাকা
উত্তরঃ ক

প্রশ্নঃ সোনালী আঁশের দেশ কোনটি?
ক. ভারত
খ. শ্রীলংকা
গ. পাকিস্থান
ঘ. বাংলাদেশ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলাদেশের কোন বিভাগে ‘বরেন্দ্রভূমি’ অবস্থিত?
ক. সিলেট
খ. রাজশাহী
গ. খুলনা
ঘ. বরিশাল
উত্তরঃ খ

প্রশ্নঃ ময়নামতির পূর্ব নাম কি?
ক. লালমাই
খ. রোহিতগিরি
গ. বড় কামতা
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ

প্রশ্নঃ ঢাকার গুলিস্থানে অবস্থিত ‘জিরো পয়েন্ট’ এর বর্তমান নাম কি?
ক. এলিফ্যান্ট পয়েন্ট
খ. দোয়েল চত্বর
গ. নূর হোসেন স্কোয়ার
ঘ. বিজয় উল্লাস
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলার সর্বপ্রাচীন জনপদ কোনটি?
ক. হরিকেল
খ. তাম্রলিপি
গ. পুণ্ড্র
ঘ. গৌড়
উত্তরঃ গ

প্রশ্নঃ পুণ্ড্র বর্ধনের বর্তমান নাম –
ক. পাবনা
খ. কুমিল্লা
গ. মহাস্থানগড়
ঘ. পাহাড়পুর
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলার এককালের রাজধানী মহাস্থানগড়ের নাম ছিল –
ক. মহাস্থান
খ. কর্ণসুবর্ণ
গ. পুণ্ড্রনগর
ঘ. রামাবর্তী
উত্তরঃ গ

প্রশ্নঃ প্রাচীন বাংলায় নিম্নের কোন অঞ্চল বাংলাদেশের পূর্বাংশে অবস্থিত ছিল-
ক. হরিকেল
খ. সমতট
গ. বরেন্দ্র
ঘ. রাঢ়
উত্তরঃ ক
Question: বাংলাদেশের কোন অঞ্চলকে ‘৩৬০ আউলিয়ার দেশ’ বলা হয়?a.চট্টগ্রামb.সিলেটc.ঢাকাd.রাজশাহীAnswer: b

প্রশ্নঃ কোন সমুদ্র সৈকতকে বাংলাদেশের ‘সাগরকন্যা’ বলা হয় ?
ক. কক্সবাজার
খ. সেন্টমাটিন
গ. পতেঙ্গা
ঘ. কুয়াকাটা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বেইলী রোড এর নতুন নাম কি ?
ক. থিয়েটার এভিনিউ
খ. নাট্য সদন
গ. নাটক সরণী
ঘ. ব্রডওয়ে
উত্তরঃ গ

প্রশ্নঃ বর্তমান বৃহৎ বরিশাল ও ফরিদপুর এলাকা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল ?
ক. সমতট
খ. পুণ্ড্রবর্ধন
গ. বঙ্গ
ঘ. রাঢ়
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী কোন শহরকে বলা হয়?
ক. ঢাকা
খ. খুলনা
গ. চট্টগ্রাম
ঘ. সিলেট
উত্তরঃ গ

প্রশ্নঃ রাজশাহীর উত্তরাংশ, বগুড়ার পশ্চিমাংশ, রংপুর ও দিনাজপুরের কিছু অংশ নিয়ে গঠিত –
ক. পলল গঠিত সমভূমি
খ. বরেন্দ্রভূমি
গ. উত্তরবঙ্গ
ঘ. মহাস্থানগড়
উত্তরঃ খ

প্রশ্নঃ কোনটি বরিশালের পূর্বনাম নয় ?
ক. বাকলা
খ. চন্দ্রদ্বীপ
গ. ইসমাইলপুর
ঘ. সুধারাম
উত্তরঃ ঘ

প্রশ্নঃ প্রাচীনকালে ‘সমতট’ বলতে বাংলাদেশের কোন অংশকে বুঝানো হতো?
ক. বগুড়া ও দিনাজপুর অঞ্চল
খ. কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল
গ. ঢাকা ও ময়মসিংহ অঞ্চল
ঘ. বৃহওম সিলেট অঞ্চল
উত্তরঃ খ

প্রশ্নঃ সোনারগাঁও -এর পূর্বনাম ছিল –
ক. চন্দ্রদ্বীপ
খ. সুবর্ণগ্রাম
গ. সুধারাম
ঘ. বিক্রমপুর
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘সুধারাম’ কোন জেলার পূর্বনাম?
ক. যশোর
খ. নোয়াখালী
গ. বরিশাল
ঘ. দিনাজপুর
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলা নামের উৎপত্তি সম্বন্ধে কোন গ্রন্থে উল্লেখ আছে?
ক. আকবরনামা
খ. আলমগীরনামা
গ. আইন-ই-আকবরী
ঘ. তুজুক-ই-আকবর
উত্তরঃ গ

প্রশ্নঃ বর্তমান বৃহত্তর ঢাকা জেলা প্রাচীন জনপদের নাম –
ক. সমতট
খ. পুণ্ড্র
গ. বঙ্গ
ঘ. হরিকেল
উত্তরঃ গ

আরো পড়ুন:

Share with your friends :
October 8, 2020

Join FB Group: amarStudy.com official

Anything wrong? Please send me a message here: Al-Amin Islam

0 responses on "বাংলাদেশ বিষয়াবলী-৭৫"

  Leave a Message

  Your email address will not be published. Required fields are marked *

  amarstudy.com_logo

  কেন amarStudy.com?

  amarStudy.com এমন একটি ওয়েবসাইট যেখানে আপনি বিভিন্ন বিষয়ের উপরে অসংখ্যা MCQ পাবেন এবং মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে পারবেন। শুধু মডেল টেস্ট নয়, এখানে আপনি প্রতি মাসের সাম্প্রতিক ঘটনাবলি, বিভিন্ন শিক্ষামূলক ব্লগ এবং ইবুক পড়তে পারবেন। আমাদের সবথেকে বড় সুবিধা হলো এখানে আপনি পড়তে পারবেন, পড়া শেষ করে মডেল টেস্ট দিতে পারবেন এবং মডেল টেস্টের ফলাফল পেয়ে যাবেন সাথে সাথেই।

  Archives

  Categories

  error: Content is protected !!